স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ১০:৩৪ এএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

জাপানের কাছে হেরে বাদ পড়ার শঙ্কায় ব্রাজিল

শেষ মুহূর্তের জোড়া গোলে জাপানের কাছে হেরেছে ব্রাজিল। ছবি : সংগৃহীত
শেষ মুহূর্তের জোড়া গোলে জাপানের কাছে হেরেছে ব্রাজিল। ছবি : সংগৃহীত

রোববার (২৮ জুলাই) অলিম্পিকের নারী ফুটবলে শেষমুহূর্তের দুই গোলে জাপান আসরের অন্যতম ফেভারিট ব্রাজিলকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে। জাপানের মোমোকো তানিকাওয়া ম্যাচের ৯৬তম মিনিটে একটি চমকপ্রদ গোল করেন।

অলিম্পিকের ‘গ্রুপ সি’-এর দ্বিতীয় ম্যাচে, ২০১২ সালের রৌপ্য পদক বিজয়ী জাপান টানা দ্বিতীয় পরাজয়ের দ্বারপ্রান্তে ছিল, যা তাদের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাজিলের ফুটবলার ঝেনিফার গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়ে যায় যা জাপানকে বিপজ্জনক অবস্থায় ফেলে দেয়।

তবে ইনজুরি সময়ে পরিস্থিতি পাল্টে যায়। জাপানের অধিনায়ক সাকি কুমাগাই প্যারিসের পার্ক দেস প্রিন্সেস-এ ৯২তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান। তারপর, একটি অবিশ্বাস্য মুহূর্তে, ১৯ বছর বয়সী বদলী খেলোয়াড় মোমোকো তানিকাওয়া ৩০ মিটার দূর থেকে একটি অবিশ্বাস্য শট মারেন যা গোলরক্ষকের ওপরে দিয়ে জালে চলে যায় এবং জাপানের জন্য বিজয় নিশ্চিত করে।

এই ফলাফল জাপান এবং ব্রাজিলকে, যারা ২০০৪ এবং ২০০৮ সালের রৌপ্য পদক বিজয়ী, দুটি ম্যাচের পর তিন পয়েন্টে সমান অবস্থানে নিয়ে আসে। বিশ্বকাপ ধারক স্পেনেরও তিন পয়েন্ট ছিল পরে অবশ্য তারা নঁতে নাইজেরিয়ার বিরুদ্ধে খেলবে। তিনটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার-ফাইনালে অগ্রসর হবে, সাথে দুটি সেরা তৃতীয় স্থানের দলও।

প্রথমার্ধের শেষের দিকের স্টপেজ সময়ই অবশ্য জাপান এগিয়ে যাওয়ার একটি সুযোগ পায়, তবে মিনা তানাকা’র দুর্বল পেনাল্টি কিক সহজেই ব্রাজিলের গোলরক্ষক লরেনা ফিরিয়ে দেয়।

৫৬তম মিনিটে ব্রাজিল এগিয়ে যায় যখন অভিজ্ঞ তারকা মার্তা যিনি তার ষষ্ঠ অলিম্পিকে খেলছেন লুডমিলার জন্য একটি চমৎকার বল দেন, যিনি ঝেনিফারকে গোল করতে সহায়তা করেন। যখন মনে হচ্ছিল খেলা জাপানের হাতছাড়া হয়ে যাচ্ছে, তবে তারা ইনজুরি সময়ে ভিএআর পর্যালোচনার পর ইয়াসমিমের হ্যান্ডবলের জন্য আরও একটি পেনাল্টি পায়। কুমাগাই স্পট থেকে কোন ভুল করেননি, জাপানের জন্য সমতা আনেন, যারা তাদের প্রথম খেলায় স্পেনের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল। তবে জাপান এখানেই থামেনি; তানিকাওয়া রাফায়েলের একটি আলগা পাস কাজে লাগিয়ে নাটকীয় বিজয়ী গোলটি করেন।

এছাড়া, আসরের অনান্য ফুটবল ম্যাচে কলম্বিয়া লিঁয়নে গ্রুপ এ-তে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে পরাজিত করে। স্বাগতিক ফ্রান্স পরবর্তীতে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন কানাডার বিরুদ্ধে খেলে। কানাডিয়ান দলটি গুপ্তচরবৃত্তি কেলেঙ্কারির জন্য শনিবার ছয় পয়েন্ট কাটা যাওয়ার পরে সংকটে রয়েছে। এ ছাড়াও ফিফা দ্বারা কোচ বেভ প্রিস্টম্যানকে এক বছরের জন্য বরখাস্ত করার কারণ হয়েছিল। তবে তারা ফ্রান্সকে ঠিকই ২-১ গোলে হারায়।

অন্যদিকে রেকর্ড চারবারের স্বর্ণপদক বিজয়ী যুক্তরাষ্ট্র মার্সেইয়ে গ্রুপ বি-তে জার্মানিকে ৪-১ গোলে হারায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ডিএমপির ২ থানায় নতুন ওসিসহ ৭ পুলিশ পরিদর্শকের পদায়ন

১৮ সেপ্টেম্বর : নামাজের সময়সূচি

এমবাপ্পে-এনড্রিকে ভর করে রিয়ালের জয় 

মহাসড়ক অবরোধ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিক্ষোভ

সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ গ্রেপ্তার

বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু মার্তিনেজের ভিলার

শিক্ষায় ৩১ বছরের বৈষম্যের অবসান চান মাউশির কর্মকর্তা-কর্মচারীরা

১২ জেলারসহ ৩৪ কারা কর্মকর্তাকে বদলি

১০

ডিএমপির ৮ কর্মকর্তাকে বদলি

১১

মাজার ভাঙার প্রতিবাদে হরিরামপুরে সমাবেশ

১২

ভারতবিরোধী পোস্ট শেয়ার করায় বিএনপি নেতার ভিসা বাতিল

১৩

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মো. শাহজাহানের

১৪

সাড়ে ১০ কেজি স্বর্ণালংকারসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

১৫

অপহৃত ইউপি চেয়ারম্যানকে উদ্ধার করল সেনাবাহিনী

১৬

আবাসিক হলের শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ঢাবি উপাচার্যের মতবিনিময়

১৭

বরিশাল মেট্রোপলিটনে চার থানায় নতুন ওসির যোগদান

১৮

পাবনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ / পদ্মা নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৯

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

২০
X