স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০২:০২ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আলভারেজের দাম বেঁধে দিল ম্যানসিটি

জুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত
জুলিয়ান আলভারেজ। ছবি : সংগৃহীত

মাত্র ২৪ বছর বয়সেই ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবলের সম্ভাব্য সবগুলো ট্রফি জিতে ফেলেছেন এই আর্জেন্টাইন। বর্তমানে অলিম্পিকের সোনা জয়ের লক্ষ্যে প্যারিসে রয়েছেন তিনি। তবে কঠিন এক বাস্তবতার মুখোমুখি জুলিয়ান আলভারেজ।

ম্যানচেস্টার সিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ এখনো তিন বছর বাকি। চলতি বছর মে মাসের শেষ দিকে ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস) জানান দুই বছর আগে আলভারেজের সঙ্গে যা চুক্তি করা হয়েছিল, তার চেয়ে ১০ গুণ বেশি দেওয়া হচ্ছে। তার ক্লাব ছাড়ার সিদ্ধান্তে হতাশ ম্যানসিটি কর্তৃপক্ষ।

ইংলিশ ক্লাবটির মূল একাদশে জায়গা পেতে আর্জেন্টাইন তারকাকে লড়তে হচ্ছে আর্লিং হলান্ডের সঙ্গে। আর নিয়মিত গোল পাচ্ছেন নরওয়ের এই তারকা। ফলে হলান্ড ইনজুরিতে না পড়লে আলভারেজের শুরুর একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম।

গুঞ্জন রয়েছে চলতি মৌসুমে আর ম্যানসিটিতে যোগ দিবেন না তিনি। তার জন্য দরজা খুলে দিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। আলভারেজ ছাড়াও কেভিন ডি ব্রুইনা এবং এদেরসনও ক্লাব ছাড়ার ইচ্ছেপ্রকাশ করেছেন। তবে প্রতিদ্বন্দ্বীদের কাছে সস্তায় ফুটবলারদের ছাড়তে আগ্রহী নন ম্যানসিটি কর্তৃপক্ষ।

এদিকে সিটিজেনদের কাছে আলভারেজ কতটা মূল্যবান তা অনুমান করা কঠিন। তবে আর্জেন্টাইন তারকাকে ছাড়তে রাজি নন পেপ গার্দিওলা। কারণ কোনো কারণে হলান্ডকে মাঠে নামানো না গেলে, এ ক্ষেত্রে যথাযথ যোগ্য ফুটবলার আলভারেজই। এ ছাড়া ভবিষ্যতে তাকে চড়া দামে বিক্রি করে বড় অঙ্কের মুনাফা কামাতে পারবে ম্যানসিটি।

এদিকে স্প্যানিশ কোচ গার্দিওলা তার দলে এমন কাউকে চান না, যিনি নিজে থেকে ক্লাবে থাকার জন্য আগ্রহী নন। ফলে আলভারেজ যদি থেকে যান, তাহলে তাকে আবারও প্রমাণ করে জায়গা করে নিতে হবে মূল দলে।

আলভারেজের বিকল্প নিয়ে ভাবতে শুরু করেছে ম্যানসিটি। বার্সেলোনার আগ্রহের মধ্যে দানি ওলমোকে পেতে আরবি লিপজিগকে প্রস্তাব দিতে যাচ্ছে তারা। স্পেনকে ইউরোর শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন এই তরুণ তারকা। তবে বার্সার প্রস্তাবে বিরক্ত জার্মান ক্লাবটি। তাই আলভারেজ চূড়ান্তভাবে বিদায় নিলে ২৬ বছর বয়সী ওলমোকে পেতে লিপজিগকে প্রস্তাব দেবে ম্যানসিটি।

ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইনকে পেতে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে লড়াইয়ে যুক্ত হয়েছে চেলসিও। এই সুযোগে আলভারেজের জন্য মূল্য নির্ধারণ করে দিয়েছে ম্যানসিটি।

তার নামের পাশে ৬০ মিলিয়ন পাউন্ডের মূল্যের ট্যাগ ঝুলিয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। সঙ্গে আনুষঙ্গিকবাবদ আরও বাড়তি ১৭ মিলিয়ন পাউন্ড চাওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে অ্যাথলেটিকো ম্যানসিটির এই দাবি পূরণ করতে অনিচ্ছুক বলে মনে হচ্ছে।

এদিকে সৌদি আরবের ক্লাব থেকে বড় অঙ্কের প্রস্তাব পেয়েছেন বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা। গুঞ্জন রয়েছে তিনিও ম্যানসিটি ছাড়তে চাইছেন। যদিও পেপ গার্দিওলা জোর দিয়ে বলেছেন ডি ব্রুইনা কোথাও যাচ্ছেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত ​​বইবে : বিলাওয়াল ভুট্টো

গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুরও করলেন

আবহাওয়া নিয়ে ঢাকাবাসীর জন্য কোনো ভালো খবর নেই

ভারতের বিষয়ে সৌদি আরবকে জানাল পাকিস্তান

এক বাইকে ঘুরতে বের হয় ৩ বন্ধু, পথে প্রাণ গেল একজনের

কুয়েটের ভিসি-প্রোভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন

পহেলগামে হামলা / ঘটনার ১০ মিনিট পরই কীভাবে মামলা হলো, বাড়ছে সন্দেহ

সীমান্তে বিজিবি-বিএসএফ সাক্ষাৎ, জিরো লাইন পরিদর্শন 

২৬ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

যুদ্ধের শঙ্কায় ‘অপারেশন রুমে’ ব্যস্ত পাকিস্তান

১০

ভারত-পাকিস্তান সংকটে ট্রাম্প কি হস্তক্ষেপ করবেন?

১১

কাশ্মীর ইস্যুতে ইরানকে পাশে চাইছে পাকিস্তান

১২

২৬ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

১৩

কুমিল্লায় শক্তি প্রদর্শনে কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, আটক ৩

১৪

শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৫

গাজায় নির্বিচারে হামলার সবশেষ অবস্থা

১৬

কুমিল্লায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ইমাম আটক

১৭

প্রশাসনে আ. লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে: আসাদুজ্জামান রিপন

১৮

অস্ত্র ও জাল টাকাসহ ৩ ডাকাত আটক

১৯

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত 

২০
X