২০২৩ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইডেটের সঙ্গে ঝামেলার পর সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর থেকে একে একে যোগ দেন ইউরোপ কাঁপানো অনেক নামিদামি ফুটবলাররা।
সেই তালিকায় নেইমার, করিম বেনজেমাসহ আছেন অনেকে। এতে এটা আগ্রহ তৈরি হয়েছিল ভক্তদের, যে কত বেতনে ইউরোপীয় ক্লাব ছেড়ে সৌদিতে গেছেন এই সব তারকা ফুটবলাররা। অবশেষে মিটতে যাচ্ছে ভক্তদের সেই আগ্রহ। কারণ সম্প্রতি সৌদি লিগে খেলা ফুটবলারদের বেতনের তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকার শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসর থেকে বছরে ২০ কোটি ইউরো বেতন পান পর্তুগিজ কিংবদন্তি। দ্বিতীয় স্থানে থাকা নেইমারের বেতন তার অর্ধেক। সমান ১০ কোটি টাকা করে পান ব্রাজিলিয়ান তারকা ও ফ্রান্সের বেনজেমা।
৫.২৫ কোটি ইউরো বেতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রিয়াদ মাহরেজ। আর লিভারপুলের সাবেক তারকা সাদিও মানে বছরে বেতন পান ৪ কোটি ইউরো।
গুঞ্জন রয়েছে আগামী মৌসুমে আরও অনেক ফুটবলার যোগ দিতে পারেন সৌদি লিগে। এদের মধ্যে ক্যাসেমিরো, এদেরসন, অ্যালিসন বেকার, কেভিন ডি ব্রুইনা উল্লেখ্যযোগ্য। এ ছাড়া প্রস্তাব পেয়ে যোগ দেননি লিওনেল মেসি, আন্তোনিও রুডিগারসহ অনেকে।
মন্তব্য করুন