স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৯:১৭ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শেষ মিনিটের গোল বাতিল, আর্জেন্টিনার হার

আর্জেন্টিনা-মরক্কো ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা-মরক্কো ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

দুদিন পর হবে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। এর আগে শুরু মাঠের লড়াই। ফুটবল ইভেন্টের প্রথম ম্যাচে কোনো মতে নিজেদের সম্মান বাঁচিয়ে ছিল বিশ্বচ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার শিরোপা জয়ী আর্জেন্টিনার অলিম্পিক দল।

শুরুতে জোড়া গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। শেষ মুহূর্তে গোল করে মরক্কোর অলিম্পিক দলের বিপক্ষে ২-২ গোলের ড্র করেছিল হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা। তবে ম্যাচের দেড় ঘণ্টা পর বাতিল হয় সেই গোল। এতে হার দিয়ে প্যারিস অলিম্পিক শুরু আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলে তাক লাগিয়ে দেয় মরক্কো। সেমিফাইনালেও উঠেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয়। প্যারিস অলিম্পিকেও মরক্কোর দুরন্ত ফুটবল অব্যাহত রইল। বুধবার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মরক্কো অনূর্ধ্ব-২৩ দল।

মরক্কো প্রথমার্ধেই এগিয়ে যায় সুফিয়ান রাহিমির গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় মরক্কো। আবার গোল করেন সুফিয়ান। আর্জেন্টিনা ৬৮ মিনিটে একটি গোল শোধ করে। শেষ বাঁশি বাজার মুহূর্তে দ্বিতীয় গোল শোধ করেন ক্রিশ্চিয়ান মেদিনা।

বল দখলের লড়াইয়ে দুই দল সমান দাপট দেখিয়েছে। তবে একটু হলেও এগিয়ে ছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। ৫২.২ শতাংশ বল দখলে ছিল তাদের। ৪৭.৮ শতাংশ বল দখলে ছিল মরক্কোর। অলিম্পিক ফুটবলে যোগ্যতা অর্জন করেছে ১৬টি দল। চারটি করে দল রেখে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।

প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল খেলবে কোয়ার্টার ফাইনালে। এরপর সেমিফাইনাল এবং ফাইনাল। ব্রোঞ্জ পদকের জন্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও হবে। প্যারিস অলিম্পিক ফুটবলে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে মরক্কো, ইরাক ও ইউক্রেন।

স্পেনের গ্রুপে রয়েছে উজবেকিস্তান, মিশর ও ডমিনিকান প্রজাতন্ত্র। ফ্রান্সের গ্রুপে রয়েছে আমেরিকা, গিনি ও নিউজিল্যান্ড। জাপান, প্যারাগুয়ে, মালি ও ইসরায়েল আছে অন্য গ্রুপে। আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ী দলের চারজন খেলোয়াড় রয়েছেন অনূর্ধ্ব-২৩ দলে।

হুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্দি, জেরোনিমো রুলি ও থিয়াগো আলমাদারা খেলেন আর্জেন্টিনার হয়ে। এরপরও জয়হীন রইল তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিছিলে বিএনপি নেতার গুলির প্রতিবাদে বিক্ষোভ

রৌমারীতে ব্যবসায়ীদের আহ্বায়ক কমিটির শপথ অনুষ্ঠিত

৬৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়ায় মামুনের বিরুদ্ধে যুবদলের মামলা

আওয়ামী লীগ নেতাকর্মীদের ইসলামী আন্দোলনে যোগদান

ক্ষমা পেয়ে আমিরাত থেকে ১২ জন ফিরছেন চট্টগ্রামে

‘ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকার দুই ভাবে পরাজিত’

মহানবীকে (সা.) কটূক্তিকারী সেই যুবকের বিরুদ্ধে মামলা

শিবচর আঞ্চলিক সড়কে গ্রামবাসীর বৃক্ষরোপণ

মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ ধামাচাপা, ৭ দিন পর ফাঁস

১২ দিনেও মেলেনি রানীনগরে নিখোঁজ নার্গিসের সন্ধান

১০

দায়িত্বশীলদের নিয়ে সাতক্ষীরায় ছাত্র শিবিরের সমাবেশ

১১

আযহারী শিক্ষার্থীরা হবে বাংলাদেশ ও মিশরীয় ঐতিহ্যের সেতুবন্ধন : মিশরীয় রাষ্ট্রদূত

১২

রাজশাহীতে বস্তাভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার

১৩

আন্দোলনের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই

১৪

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক অসন্তোষ ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শ্রমিক সমাবেশ

১৫

কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

১৬

পাকিস্তানের জলসীমায় বিপুল তেল-গ্যাস মজুতের সন্ধান

১৭

বিসিবির দুর্নীতির তদন্ত দাবি সাবেকদের

১৮

পাবিপ্রবি ছাত্রলীগ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে তুলে নেওয়ার অভিযোগ

১৯

জেল খেটেছি তবু শেখ হাসিনার মতো পালিয়ে যাইনি : সাবেক এমপি হাবিব

২০
X