স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

অলিম্পিকে নামার আগেই স্বর্ণপদকের স্বপ্ন মাসচেরানোর

অলিম্পিকে আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে দেখছেন মাসচেরানো। ছবি : সংগৃহীত
অলিম্পিকে আর্জেন্টিনাকে ফেভারিট হিসেবে দেখছেন মাসচেরানো। ছবি : সংগৃহীত

আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের কোচ হ্যাভিয়ের মাসচেরানো প্যারিস অলিম্পিকের প্রস্তুতিতে তার দলের উচ্চ প্রত্যাশার কথা জানিয়েছেন। আলবিসেলেস্তেরা বুধবার (২৪ জুলাই) সেন্ট এটিয়েনে মরক্কোর বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে। আথেন্স ২০০৪ এবং বেইজিং ২০০৮-এ অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়া মাসচেরানো বিশ্বাস করেন যে আর্জেন্টিনা ভালোভাবে প্রস্তুত এবং সফল তারা হবেন ।

"যখন আপনি এই ধরনের টুর্নামেন্টের প্রস্তুতিতে থাকেন, তখন প্রত্যাশা সবসময়ই বেশি থাকে," ফিফা মিডিয়াকে জানান মাসচেরানো। বার্সেলোনার সাবেক মিডফিল্ডার তাদের দল নিয়ে তার উত্তেজনা এবং আত্মবিশ্বাস প্রকাশ করেন, যদিও ক্লাব থেকে খেলোয়াড়দের দলে পাওয়ার ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।

"আমরা শেষ পর্যন্ত এটি করতে পেরেছি এবং আমাদের প্রস্তুতি ও পরিকল্পনার সময় যা চেয়েছিলাম তেমনই হয়েছে। এখন শুধু অভিষেকের দিনটির অপেক্ষা করতে হবে এবং প্রতিযোগিতা শুরু করতে হবে," মাসচেরানো যোগ করেন।

মাসচেরানো আর্জেন্টিনা জাতীয় দলের কোচিংয়ে তার বিশেষ দায়িত্বের কথা স্বীকার করেন এবং সেরা ফলাফল অর্জনে তিনি যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তাও জানান। তার সফল খেলার ক্যারিয়ার, বিশেষ করে অলিম্পিকে, স্মরণ করে তিনি অ্যাথলেটদের ওপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন। "অলিম্পিক আসলেই খেলোয়াড়দের জন্য, কোচিং স্টাফের জন্য নয়। খেলোয়াড়ই আসল তারকা, এবং এটি ভালো কারণ সবসময় এমনই হওয়া উচিত; আমরা এখানে তাদের সমর্থন করার জন্য," তিনি বলেন।

আগের টুর্নামেন্টগুলোর মতো একই পরিচয় বজায় রেখে দক্ষ মিডফিল্ডার এবং সমন্বিত খেলার শৈলীতে ফোকাস করেছে জুনিয়র মেসিরা।

জুলিয়ান আলভারেজ এবং লুকাস বেলট্রানের মতো খেলোয়াড়দের মাঠের শেষ তৃতীয়াংশে বড় প্রভাব রাখবে এই আশা করা হচ্ছে। "আমরা খেলোয়াড়দের বৈশিষ্ট্যগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি," মাসচেরানো বলেন।

অভিজ্ঞ "বয়স্ক" খেলোয়াড় যেমন জেরো রুলি, নিকোলাস ওটামেন্ডি এবং জুলিয়ান আলভারেজের অন্তর্ভুক্তির বিষয়ে মাসচেরানো তাদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। "তারা তিনজন বিশ্ব চ্যাম্পিয়ন, যারা শুধু জাতীয় দলের সাথেই নয়, আন্তর্জাতিক ফুটবলেও অনেক অভিজ্ঞ," তিনি বলেন।

"আমাদের ধারণা ছিল আমাদের সামর্থ্যের মধ্যে প্রতিটি লাইনে একজন খেলোয়াড় যোগ করা, কারণ আমরা জানতাম তারা এই ক্ষেত্রে আমাদের উন্নতি করবে। জেরো এবং নিকো আমাদের রক্ষণ লাইনে নেতৃত্ব প্রদান করবেন, আমাদের সংগঠিত করেন, যা তাদের মানের বাইরেও একটি বড় বিষয়। অবশ্যই, জুলিয়ান তার উচ্চাকাঙ্ক্ষা, ইচ্ছা এবং শক্তি নিয়ে আসেন, যা আমরা সিনিয়র জাতীয় দলেও দেখেছি; এটি চমৎকার," মাসচেরানো উপসংহারে বলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার পিটুনিতে নিহত ইউনিয়ন আ.লীগ সভাপতি

বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস আজ

কবরস্থানে পাওয়া বস্তায় অস্ত্রসহ চাইনিজ কুড়াল

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার সবশেষ পরিস্থিতি

টিভিতে আজকের খেলা

সারা দেশে ব্যাপক বজ্রপাতের শঙ্কা

২১ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২১ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

রাজশাহীতে দুই ছিনতাইকারী জনতার হাতে ধরা

১০

ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

১১

নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

১২

স্বর্ণালংকার নিয়ে চম্পট গৃহকর্মী, অতঃপর...

১৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফেরিওয়ালা নিহত

১৪

দ্রুতগতির মোটরসাইকেল কেড়ে নিল যুবকের প্রাণ

১৫

জামায়াতে যোগ দেওয়া সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল বিএনপি

১৬

‘সংস্কার ও বিচারের পর নির্বাচন চায় জামায়াত’

১৭

চেক প্রতারণার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

১৯

যশোরে ২৮ মন্দিরে অনুদানের চেক বিতরণ

২০
X