কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনাল দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে সতীর্থরাও। তবে তার স্ত্রী জর্জেলিনা কারদোসো জানিয়েছেন ভিন্ন কথা।
আবারও আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে এই উঙ্গগার। তবে তা অল্প সময়ের জন্য। চলতি বছর সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।
বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে তাকে সম্মান জানানো হতে পারে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দীর্ঘদিন ধরে জাতীয় দলে ১১ নম্বর জার্সি পড়ে খেলেছেন ডি মারিয়া। তাই চিলির বিপক্ষে সে ম্যাচে তাকে ১১ মিনিট খেলানো হতে পারে বলে জানিয়েছেন জর্জেলিনা কারদোসো।
দেশটির রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ডি মারিয়ার স্ত্রী বলেন, ‘শুনেছি তারা (এএফএ) চায় বিদায়ী ম্যাচটা যেন সে (ডি মারিয়া) আর্জেন্টিনায় খেলে। চিলির বিপক্ষে ১১ মিনিট সে খেলবে কি না, আমি জানি না। তবে ভাবনাটা দারুণ। কারণ, সে এটার যোগ্য। তার ভক্তরাও তাকে (ঘরের মাঠে বিদায় জানাতে) চায়। আমিও চাই। তেমন কিছু ঘটলে সে আনন্দের সঙ্গেই আসবে।’
ÁNGEL DI MARÍA PODRÍA JUGAR UN PARTIDO MÁS EN LA SELECCIÓN ARGENTINA Jorgelina Cardoso dio detalles del futuro de Fideo en la Selección Argentina, cuyo último partido habría sido en la final de la Copa América en el que la Scaloneta se consagró bicampeona. pic.twitter.com/bqxKkfMBUi
— Radio La Red - AM 910 (@radiolared) July 17, 2024
মন্তব্য করুন