জুড বেলিংহ্যামের ওভারহেড কিক থেকে করা, না লামিনে ইয়ামালের মুগ্ধতা ছড়ানো লক্ষ্যভেদ— ইউরোর সেরা গোলের তালিকায় ছিল দুটি। বেলিংহ্যামকে হারিয়ে ইউরোর সেরা গোলের স্বীকৃতি পেল ইয়ামালেরটি।
০-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ইয়ামালের দারুণ গোলে সমতায় ফেরে স্পেন। বক্সের সামান্য বাইরে থেকে দূরের পোস্ট দিয়ে বাম পায়ের বাঁকানো শটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ইয়ামাল। গোলের পরই ধারাভাষ্যকাররা বলছিলেন, সন্দেহাতীতভাবেই এটি আসরের সেরা। শেষপর্যন্ত ম্যাচটি ২-১ গোলে জিতে ফাইনাল নিশ্চিত করেছিল স্পেন। উয়েফা ওয়েবসাইটে সেই গোলকে সেরার স্বীকৃতি দেওয়া হয়েছে মঙ্গলবার।
দ্বিতীয় সেরা গোলের স্বীকৃতি পেয়েছে শেষ ষোলোর লড়াইয়ের শেষদিকে স্লোভাকিয়ার বিপক্ষে ওভারহেড কিকে করা জুড বেলিংহ্যামেরটি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে সুইজারল্যান্ডের জেরদান শাকিরির গোলটি তৃতীয় সেরার স্বীকৃতি পেয়েছে।
মন্তব্য করুন