ম্যাচের ৩৫ মিনিটেই ভয় পাইয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। প্রতিপক্ষের ফুটবলারের ট্রাকেলে ডানপায়ের গোড়ালিতে চোট পড়েছিলেন। তবে চিকিৎসক দলের প্রচেষ্টায় কিছুটা সুস্থ হয়ে আবারও মাঠে ফেরেন।
তবে দ্বিতীয়ার্ধে কিছুটা সময় মাঠে থাকলেও, আর পারেননি। অনেকটা বাধ্য হয়ে মাঠের বাইরে চলে যেতে হয় আর্জেন্টাইন অধিনায়ককে।
মেসির জন্য এটি একটি বাজে রাত। তার লম্বা ক্যারিয়ারের এমন ঘটনা খুবই কম ঘটেছে। তার পরিবর্তে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেজ। এরপরই কান্নায় ভেঙে পড়েন তিনি।
ফলে দলের সেরা তারকাকে ছাড়াই শিরোপা জয়ের জন্য বাকি সময় লড়াই করতে হবে আর্জেন্টাইনদের। আর্জেন্টাইন গণমাধ্যম ক্লারিন জানিয়েছে খুব সম্ভবত ডান গোড়ালি মোচকে গেছে মেসির।
এর আগে চিলির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন তিনি। এ জন্য খেলতে পারেননি পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে। তবে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ফিরলেও ছিলেন ছন্দে।
তার পুরো ছন্দ দেখা যায় সেমিফাইনালে কানাডার বিপক্ষে। সে ম্যাচে গোলও পান তিনি। ফাইনালে কলম্বিয়ার বিপক্ষেও ছিলেন দারুণ ছন্দে। তবে ইনজুরির কারণে মাঠ থেকে বেরিয়ে যেতে হলো তাকে।
MESSI pic.twitter.com/lB2VJtRKPz — All About Argentina (@AlbicelesteTalk) July 15, 2024
মন্তব্য করুন