ইউরো কাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় সোমবার (১৫ জুলাই) রাত ১টায় বার্লিনে হবে দুই দলের শিরোপার লড়াই। এ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার।
২০১৭ সালে ফিফার তালিকাভুক্ত হন ৩৫ বছর বয়সী ফরাসি এই রেফারি। ইউরো চলতি আসরে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন তিনি।
Spain England Berlin. Sunday.#EURO2024 pic.twitter.com/f1NqmQfOpO
— UEFA EURO 2024 (@EURO2024) July 10, 2024এর মধ্যে রয়েছে গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া-আলবেনিয়া ও ডেনমার্ক-সার্বিয়ার ম্যাচ। এ ছাড়া শেষ ষোলোয় জর্জিয়া-স্পেনের ম্যাচেও পরিচালনা করেন ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার।
গত বছর ম্যানচেস্টার সিটি-সেভিয়ার উয়েফা সুপার কাপের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেন তিনি। এবার ওয়েম্বলিতে রিয়াল মাদ্রিদ-বরুসিয়া ডর্টমুন্ডের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চতুর্থ রেফারি ছিলেন লেটেক্সিয়ার।
আসছে প্যারিস অলিম্পিকে রেফারির দায়িত্ব পালনের জন্যও তাকে নির্বাচিত করা হয়েছে। ফাইনালে তার সহকারী হিসেবে থাকবেন স্বদেশি দুই রেফারি সিরিল মুগনিয়ার ও মেহদি রাহমৌনি।
আর চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনালের পোলিশ রেফারি জিমোন মার্সিনিয়াক।
ইউরোর ফাইনালের ম্যাচ অফিশিয়াল
রেফারি: ফ্রাঁসোয়া লেটেক্সিয়ার (ফ্রান্স) সহকারী রেফারি: সিরিল মুগনিয়ার ও মেহদি রাহমৌনি (ফ্রান্স) চতুর্থ রেফারি: জিমোন মার্সিনিয়াক (পোল্যান্ড) ভিএআর: জার্ম ব্রিসার্ড (ফ্রান্স) রিজার্ভ সহকারী রেফারি: টমাসজ লিস্টকিউইজ (পোল্যান্ড) ভিএআর সহকারী: উইলি ডেলাজড (ফ্রান্স) ভিএআর সমর্থন: ম্যাসিমিলিয়ানো ইরাতি (ইতালি)
মন্তব্য করুন