আগের দিন নিউ জার্সিতে হালকা অনুশীলনের পর ফাইনালের ভেন্যু মায়ামিতে আসেন মেসি-ডি মারিয়ারা। মায়ামিতে কোপা আমেরিকার ফাইনালের জন্য অনুশীলন শুরু আর্জেন্টিনার।
ফাইনালের আগে আর্জেন্টাইন শিবিরে চোটের শঙ্কা। একজন অনুশীলনে যোগ দেননি, আর অন্যজন যোগ দেন অনুশীলনের মাঝপথে।
২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফাইনালেসিমা এবং কাতারের বিশ্বকাপ জয়ের পর টানা চতুর্থ শিরোপার হাতছানি আর্জেন্টিনার।
এ লক্ষ্যে আগামী সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ইনজুরিতে পড়েন দলের অধিনায়ক লিওনেল মেসি। ফলে খেলা হয়নি পেরুর বিপক্ষে। ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ফিরলেও ছিলেন ছন্দহীন।
তবে সেমিফাইনালে কানাডার বিপক্ষে ফিরে পান ছন্দ। আর্জেন্টাইন অধিনায়কের আর কোনও চোটের চিহ্ন নেই। কাজেই কলম্বিয়ার বিপক্ষে ফাইনালে তার খেলা নিয়ে কোনো শঙ্কা নেই।
One of the last... pic.twitter.com/lUV8PPFIGh — Selección Argentina in English (@AFASeleccionEN) July 12, 2024
আর্জেন্টাইন কোচ নেস্টর লরেঞ্জোর অধীনে পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত। টানা ২৮ ম্যাচে অপরাজিত কলম্বিয়া। তাই ফাইনালের আগে প্রস্তুতিতে বেশ সতর্ক আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
তবে মায়ামিতে প্রথম অনুশীলনে পুরো স্কোয়াডকে পাননি তিনি। লেফট ব্যাক মার্কোস আকুনা অনুশীলনে যোগ দিলেও ছিলেন না কানাডার বিপক্ষে শুরুর একাদশে থাকা রাইট ব্যাক গঞ্জালো মন্টিয়েল।
আর অনুশীলনের মাঝামাঝি সময়ে যোগ দেন ভ্যালেন্টিন কার্বনি। পায়ের পেশিতে অস্বস্তি অনুভব করছিলেন তরুণ এই মিডফিল্ডার।
২০২১ সালে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকা শিরোপা জেতে আর্জেন্টিনা। সে ম্যাচে গোল করেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া।
কলম্বিয়া বিপক্ষে ফাইনাল হবে আন্তর্জাতিক ফুটবলের তার শেষ ম্যাচ। ট্রফি জিতে শেষটা রাঙিয়ে দলের অন্যতম সেরা তারকাকে বিদায় দিতে চান আর্জেন্টাইনরা। মারাকানার সেই সুখস্মৃতি ফেরাতে সামর্থের সবটুকু দিতে চান মেসি-মার্তিনেজরা।
মন্তব্য করুন