ইন্টার মিলানে খেলছেন মার্কাস থুরাম। সম্প্রতি জুভেন্তাসে নাম লেখান খেপরেন থুরাম। ইতালিয়ান লিগ ও ইউরোপিয়ান ক্লাব ফুটবলে দুই সহোদরের যুদ্ধের মঞ্চ তৈরি। মজার পরিবারিক দ্বৈরথের আগে সহোদরকে ‘পুঁচকে শিশু’ বলে খোঁচা দিলেন মার্কাস থুরাম।
বাব লিলিয়ান থুরাম ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালের বিশ্বকাপ জিতেছেন। সন্তান মার্কাস থুরাম ছিলেন ২০২২ সালের ফ্রান্সের বিশ্বকাপ ফাইনাল খেলা দলের সদস্য। বয়সভিত্তিক দলের সিঁড়ি বেয়ে জাতীয় দলে উঠে আসেন খেপরেন থুরাম।
২০২৩ সালের মার্চে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচে আদ্রিয়ান র্যাবিওর বদলি হিসেবে জাতীয় দলে অভিষিক্ত হন ২৩ বছর বয়সী খেপরেন থুরাম।
মোনাকোর যুব উন্নয়ন প্রকল্প দিয়ে উঠে আসা খেপরেন থুরাম পরবর্তী সময়ে গন্তব্য হিসেবে ফরাসি ক্লাব নিসকে বেছে নেন। ক্লাবটির হয়ে ১৪১ ম্যাচ খেলার পর ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাসে নাম লেখালেন এ মিডফিল্ডার।
এ ট্রান্সফারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ভাইকে নিয়ে নানা পোস্ট ভাসছে। নিজের ইনস্টাগ্রামে সহোদর সম্পর্কে মার্কাস থুরাম লিখলেন ‘পুঁচকে শিশু’।
এখন দেখার বিষয়, পুঁচকে শিশু তিন বছরের বড় সহোদরকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারে। দুই ভাইয়ের মধ্যে লড়াইয়ের দারুণ মঞ্চ প্রস্তুত হয়েই আছে।
ইন্টার গত মৌসুমে ইতালিয়ান লিগ জিতেছে। জুভেন্তাস আগামী মৌসুমে নামবে শিরোপা পুনরুদ্ধার মিশনে।
মন্তব্য করুন