নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে হওয়া কলম্বিয়ার-উরুগুয়ের দ্বিতীয় সেমিফাইনালটি শেষ হয় হিংসাত্মক কর্মকাণ্ডে। কলম্বিয়ার কাছে হেরে বিদায় নেওয়ার পর আক্রমণাত্মক হয়ে উঠেন উরুগুয়ের ফুটবলাররা।
প্রথমে মাঠে কলম্বিয়ান ফুটবলারদের সঙ্গে হাতাহাতি জড়ান তারা। এরপর ডারউইন নুনেজের নেতৃত্বে বেশ কয়েকজন উরুগুয়ের ফুটবলার গ্যালারিতে গিয়ে কলম্বিয়ার সমর্থকদের ঘুষির দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়।
ফুটবলাদের এমন আক্রমণাত্মক আচরণের নিয়ে কড়া বার্তা দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেন (কনমেবল)।
ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারায় কলম্বিয়া। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদেনে বলা হয় রেফারির শেষ বাঁশি বাজার পরপরই মাঠে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুদলের ফুটবলাররা।
যা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দুদলের জার্সি পরিহিত মানুষ হাতাহাতিতে লিপ্ত। আরও একটি ভিডিওতে দেখা যায় গ্যালারিতে উঠে কলম্বিয়ার সমর্থকদের ওপর হামলা চালান ডারউইন নুনেজ।
fight between fans and players breaking out at colombia vs uruguay in charlotte! vamos colombia pic.twitter.com/2FaIAOdWDX — jawsh (@cactusjoosh) July 11, 2024
এ সময় তার সঙ্গে যোগ দেন বেশ কয়েজজন উরুগুয়ের ফুটবলারও। আর্জেন্টিনার আরেক গণমাধ্যম ক্লারিন জানিয়েছে, গ্যালারিতে ঢুকে কলম্বিয়ার সমর্থকদের লক্ষ্য করে বেশ কয়েকটি ঘুষি মারেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার ডারউইন নুনেজ। এ সময় তার সঙ্গে ছিলেন ইনজুরির কারণে সেমিতে খেলতে না পারা বার্সার উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো। গণমাধ্যমটি আরও জানায় উরুগুয়ের ফুটবলারদের বেশকিছু আত্মীয়স্বজন ওই গ্যালারিতে ছিলেন।
কলম্বিয়ার সমর্থকদের বাজে আচরণের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন উরুগুয়ের ডিফেন্ডার হোসে মারিয়া হিমিনেজ। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।
এদিকে এই ঘটনায় কড়া এক বিবৃতি দিয়েছে দক্ষিণ আমেরিকা ফুটবল পরিচালনা পর্ষদ (কনমেবল)। বিবৃতিতে বলা হয়, ‘ফুটবলকে প্রভাবিত করে এমন কোনও সহিংসতা মেনে নেওয়া হবে। এই ঘটনার কঠোর নিন্দা করা হচ্ছে। মাঠে এবং মাঠের বাইরে অসহিষ্ণুতা ও হিংসার কোনো স্থান নেই।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাকি দিনগুলোতে ধৈর্যের সঙ্গে পরিচ্ছন্নভাবে টুর্নামেন্ট শেষ করার আহ্বান জানানো হচ্ছে।’
অবশ্য কোপা আমেরিকায় বাকি আর মাত্র দুটি ম্যাচ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবে সেমিফাইনাল থেকে বাদপড়া দুই দল কানাডা ও উরুগুয়ে। আর ১৫ জুলাই সকালে মেগা ফাইনালে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়া।
মন্তব্য করুন