তর্ক-বিতর্ক, হাতাহাতির পর সংঘর্ষ- এমন কেলেঙ্কারি দিয়ে শেষ হলো কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনাল। নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ১০ জনের কলম্বিয়ার সঙ্গে পেরে উঠেনি উরুগুয়ে।
১-০ গোলের জয়ে ফাইনাল নিশ্চিত হয় নেস্টর লরেঞ্জোর দলের। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদেন জানায় রেফারির শেষ বাঁশি বাজার পরপরই মাঠে এবং মাঠের বাইরে শুরু হয় সংঘর্ষ। প্রথমে মাঠে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কলম্বিয়া ও উরুগুয়ের ফুটবলাররা।
পরে তা ছড়িয়ে পড়ে গ্যালারিতেও। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেছে গণমাধ্যমটি। এতে দেখা যায়, দুদলের জার্সি পরা সমর্থকরা হাতাহাতিতে লিপ্ত।
ESCÁNDALO: JUGADORES DE URUGUAY, A LAS PIÑAS CON HINCHAS COLOMBIANOS Tras quedar eliminados en la semifinal, futbolistas de la Celeste se cruzaron contra fanáticos Cafeteros en las tribunas. Los integrantes del plantel Charrúa manifestaron que el público vencedor arremetió pic.twitter.com/Mzd49ywGno — TyC Sports (@TyCSports) July 11, 2024
২০০১ সালের পর ফাইনালে উঠার সুযোগ কলম্বিয়ার। আর অন্যদিকে ২০১১ সালের পর শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠতে মরিয়া ছিল উরুগুয়ে। ম্যাচেও ছিল এর প্রভার। ফুটবলীয় কৌশলের পাশাপাশি নিজেদের শারীরিক শক্তি প্রদর্শনে ব্যস্ত ছিলেন দুদলের ফুটবলাররা।
৩৯ মিনিটে হামেস রদ্রিগেজের কর্নার থেকে কলম্বিয়ার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লেরমা। এ নিয়ে আসরের সর্বোচ্চ ৬টি অ্যাসিস্ট কলম্বিয়ান অধিনায়কের। এক আসরে সর্বোচ্চ গোল সহায়তার রেকর্ডও এটি।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে রাইট ব্যাক দানিয়ের মুনোজে, লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় কলম্বিয়া। ম্যাচের পুরো অর্ধেকটা সময় একজন কম নিয়ে খেলা কলম্বিয়ার জাল খুঁজে পাননি সুয়ারেজ-নুনেজরা
ম্যাচের শেষ বাঁশির পর হাত মেলাতে গিয়ে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন দুদলের ফুটবলাররা। পরে তা এক পর্যায়ে হাতাহাতি রূপ নেয়। পরে দুই দলের কোচিং স্টাফ এবং আয়োজকরা পরিস্থিত শান্ত করেন।
এ দিকে আর্জেন্টিার আরেক গণমাধ্যম ক্লারিন জানিয়েছে গ্যালারিতে ঢুকে কলম্বিয়ার সমর্থকদের লক্ষ্য করে বেশ কয়েকটি ঘুষি মারেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার ডারউইন নুনেজ। এ সময় তার সঙ্গে ছিলেন ইনজুরির কারণে সেমিতে খেলতে না পারা বার্সার উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরাউহো।
গণমাধ্যমটি আরও জানায় উরুগুয়ের ফুটবলারদের বেশ কিছু আত্মীয়-স্বজন ঐ গ্যালারিতে ছিলেন। কলম্বিয়ার সমর্থকদের বাজে আচরণের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন উরুগুয়ের ডিফেন্ডার হোসে মারিয়া হিমিনেজ। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।
মন্তব্য করুন