২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনালে আসরের অন্যতম ফেভারিট উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন হামেস-দিয়াজরা।
ফলে সোমবারের ফাইনালে মায়ামি হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নুনেজ-সুয়ারেজরা লড়বে কানাডার বিপক্ষে।
এর আগে ২০০১ সালে সর্বশেষ ফাইনাল খেলেছিল কলম্বিয়া। তবে নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ১০ জনের কলম্বিয়ার সঙ্গে পেরে উঠেনি উরুগুয়ে।
৩৯ মিনিটে হামেস রদ্রিগেজের কর্নার থেকে কলম্বিয়ার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লেরমা। এ নিয়ে আসরের সর্বোচ্চ ৬টি অ্যাসিস্ট কলম্বিয়ান অধিনায়কের।
এতে লিওনেল মেসিকে পেছনে ফেলে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পাশে নাম লেখালেন হামেস। মেজর টুর্নামেন্টে পেলের পর দ্বিতীয় লাতিন ফুটবলার হিসেবে এক আসরে ৬টি অ্যাসিস্টের কীর্তি গড়লেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
এ ছাড়া কোপা আমেরিকার এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন তিনি। গত আসরে কোপা জয়ী আর্জেন্টিনার অধিনায়ক মেসির অ্যাস্টিস্ট ছিল ৫টি। চলতি আসরের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
Jefferson Lerma pic.twitter.com/lFXLBVfBpX — CONMEBOL Copa América️ ENG (@copaamerica_ENG) July 11, 2024
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে রাইট ব্যাক দানিয়ের মুনোজে, লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় কলম্বিয়া। ম্যাচের পুরো অর্ধেকটা সময় একজন কম নিয়ে খেলা কলম্বিয়ার জাল খুঁজে পাননি সুয়ারেজ-নুনেজরা। এ নিয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত রইল কলম্বিয়া।
ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। যাদের কাছে আসরের সেমিফাইনালে হেরে ছিল কলম্বিয়া। টাইব্রেকে কলম্বিয়ার দুই শট রুখে সে ম্যাচের নায়ক ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। এবার প্রতিশোধের সঙ্গে ২৩ বছর পর শিরোপা উৎসবের সুযোগ কলম্বিয়ার।
মন্তব্য করুন