স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৪:০৬ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

যে কারণে ইংল্যান্ডকে সেই বিতর্কিত পেনাল্টি দেওয়া হয়

বিতর্কিত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত
বিতর্কিত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত

চলমান ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ইংল্যান্ড। অলি ওয়াটকিনসের শেষ মুহূর্তের গোলে ইংলিশরা জয় পেলেও ডাচদের বিপক্ষে ইংল্যান্ডের পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তটি নিয়ে উল্লেখযোগ্য বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এ ব্যাপারে বিশেষজ্ঞরা ব্যাখ্যা দিয়েছেন।

ঘটনাটি কী ছিল

ম্যাচের ১৪ তম মিনিটে, ডেনজেল ডামফ্রিস হ্যারি কেইনের সঙ্গে পেনাল্টি এলাকায় সংঘর্ষে লিপ্ত হন। প্রথমে, রেফারি ফেলিক্স জওয়ার গোল কিকের সিদ্ধান্ত দেন। তবে, ভিএআর বাস্তিয়ান ডানকার্ট তাকে মনিটরে ঘটনাটি পর্যালোচনা করার নির্দেশ দেওয়ার পর, জওয়ার তার সিদ্ধান্ত বদলান এবং ইংল্যান্ডকে পেনাল্টি দেন। এই সিদ্ধান্ত সমালোচনার জন্ম দেয়, ইংল্যান্ডর সাবেক খেলোয়াড় গ্যারি নেভিল এটিকে "একটি লজ্জাজনক সিদ্ধান্ত" বলে অভিহিত করেন, এবং আরেক লিভারপুল কিংবদন্তি জেমি ক্যারাঘার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, "এটি কখনই পেনাল্টি ছিল না।" তবে, গ্যারেথ সাউথগেট এবং হ্যারি কেইন উদ্বিগ্ন ছিলেন না, এবং কেইন পেনাল্টি থেকে গোল করে স্কোর ১-১ করেন।

বিশেষজ্ঞের ব্যাখ্যা

ভিএআর বিশেষজ্ঞ ডেল জনসন ভিএআর হস্তক্ষেপের ব্যাখ্যা দিয়েছেন। জনসনের মতে, ডামফ্রিসের চ্যালেঞ্জের ধরন, যা তার স্টাড (জুতার তলভাগ) দিয়ে দেওয়া হয়েছিল, রেফারি জওয়ারকে তার প্রাথমিক সিদ্ধান্ত পাল্টাতে প্ররোচিত করে। এটি বেপরোয়া বলে বিবেচিত হয়েছিল এবং এজন্য ডামফ্রিসকে বুকিং দেওয়া হয়।

জনসন ব্যাখ্যা করেন, "ভিএআর কেন পেনাল্টির পরামর্শ দিয়েছে? কারণ ডামফ্রিসের চ্যালেঞ্জটি বেপরোয়া ছিল, তার স্টাড দিয়ে নেতৃত্ব দিচ্ছিল, যা বিপজ্জনক বলে মনে করা হয়েছিল। এজন্য নেদারল্যান্ডসের খেলোয়াড়কে বুকিং দেওয়া হয়েছিল।" তিনি আরও উল্লেখ করেন যে কেইন যন্ত্রণায় নিচে পড়ে থাকার কারণেও ভিএআর প্রভাবিত হয়েছিল।

অলি ওয়াটকিনসের শেষ মুহূর্তের গোল ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে জয় এনে দেয় এবং তাদের পরপর দ্বিতীয় ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে দেয়। নেদারল্যান্ডসের ম্যানেজার রোনাল্ড ক্যোমান এই পেনাল্টি সিদ্ধান্তের সমালোচনা করেন কারণ ডাচদের গোলের পর যা ইংল্যান্ডের ফিরে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

ইংল্যান্ড এখন ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নেবে, আর নেদারল্যান্ডস তাদের টুর্নামেন্ট থেকে বিদায়ের কারণ হিসেবে এই বিতর্কিত মুহূর্তটি স্মরণ করবে। এই ঘটনা নিঃসন্দেহে আলোচনার প্রধান বিষয় হয়ে থাকবে যখন ইংল্যান্ড ইউরোপীয় গৌরব অর্জনের চেষ্টা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীর উপলব্ধি 

টেন মিনিট স্কুলে চাকরির সুযোগ

পূজা নিয়ে সত্য ঘটনা মিডিয়ায় তুলে ধরতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

৫৭ বছর পর পাওয়া গেল বিয়ের হারানো ভিডিও

মেসি ফিরলেও দুর্দশায় আর্জেন্টিনা

বিপ্লব পরবর্তী দুর্গাপূজা উপলক্ষে নিবেদন / জুলাই বিপ্লব’২৪ নিয়ে কবিতা

ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় মার্কিন অনুরোধ

প্রতিদিন টাকা নেওয়া হচ্ছে ট্রাক ভরে

এক ইলিশের দাম ৬৮০০ টাকা

বরিশালে ভুয়া চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা

১০

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩

১১

ব্রাজিলে ভয়াবহ ভূমিধস, ২০০ মানুষ আটকে পড়ার আশঙ্কা

১২

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

১৩

যশোরে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

১৪

একাধিক জনবল নেবে বেপজা

১৫

ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন

১৬

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে ওমেরা এলপিজি

১৭

সমাবেশে বিএনপি নেতা ফারুক / মন্ত্রী-এমপিরা কার ইঙ্গিতে পালাল তাদের শ্বেতপত্র প্রকাশ করুন

১৮

সেই উর্মির বিরুদ্ধে মামলা

১৯

দুর্ঘটনার কবলে ইমরান হাশমী

২০
X