স্পেনের কাছে হেরে ইউরোর সেমিফাইনাল থেকে বিদায়ের পর ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমকে নিয়ে কৌতূহল ছিল। ফরাসি ফুটবল সংস্থা সে কৌতূহলে জল ঢেলেছে।
সংস্থাটি নিশ্চিত করেছে, প্রধান কোচের পদে রদবদল হচ্ছে না। ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত ফ্রান্সের কোচের পদে থাকছেন সাবেক এ ডিফেন্ডার।
ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ্পে দিয়াল্লো বিষয়টি নিশ্চিত করেছেন। ৬০ বছর বয়সী ফুটবল প্রশাসকের কথায়, ‘দিদিয়ের দেশমের সঙ্গে আমাদের চুক্তি এখনো শেষ হয়নি। আমরা যে প্রত্যাশা নিয়ে তাকে নিয়োগ দিয়েছিলাম, তা পূরণ করেছেন এ কোচ। দেশম কোচ হিসেবে তার দায়িত্ব চালিয়ে যাবেন।’
ফ্রান্সের ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের উত্তরসূরি ভাবা হচ্ছে তারই সাবেক সতীর্থ জিনেদিন জিদানকে। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর থেকে বেকার সাবেক এ মিডফিল্ডার। কাতার বিশ্বকাপের পর জিনেদিন জিদান সংক্রান্ত গুঞ্জন ডালপালা মেলেছিল। কিন্তু ফরাসি ফুটবল সংস্থা দেশমের ওপরই আস্থা রাখে। ফ্রান্সের ইউরো মিশন শেষ হওয়ার পরও নানা গুঞ্জন ডানা মেলছিল। সেটা উড়িয়ে দিল ফরাসি ফুটবলের সর্বোচ্চ সংস্থার প্রেসিডেন্ট।
২০১২ সালে ফরাসি জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন ৫৫ বছর বয়সী দেশম। ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো কোচ ২০২২ সালের ফাইনালে তুলেছিলেন। এ কোচের হাত ধরে ২০২০-২১ মৌসুমের উয়েফা নেশন্স লিগ জিতেছে ফরাসিরা।
মন্তব্য করুন