আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও এবারের কোপা আমেরিকা যে লিওনেল মেসির শেষ আসর তা ছিল অনেকটা অনুমেয়। সেমিফাইনালে কানাডার বিপক্ষে জয়ের পর আবারও সে কথাই যেন মনে করিয়ে দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি।
বাংলাদেশ সময় বুধবার (১০ জুলাই) সকালে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচে ২৩ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে চলতি আসরের প্রথম গোল করেন মেসি। এতে ২-০ গোলের জয়ে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
ফাইনাল নিশ্চিত করে শেষের ইঙ্গিত দিলেন মেসি। কানাডার বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি জানান শেষের ম্যাচগুলো খেলছেন তিনি।
মেসি বলেন, ‘জানি এগুলো আমার শেষদিকের লড়াই। আমি এগুলো পুরোপুরি উপভোগ করছি। এবার ফাইনালে উঠা সহজ ছিল না। আমাদের উপভোগ করতে হবে, প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে হবে।’
দুই কোপাসহ টানা ৩টি মেজর টুর্নামেন্ট জয়ের হাতছানি মেসি ও আর্জেন্টিনার। এ যাত্রাটা যে সহজ ছিল না তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এই দলটা যা করেছে, এটা পাগলামী। আর্জেন্টিনা জাতীয় দল যা করছে তাও। এটার পর, অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে ফাইনাল খেলা খেলোয়াড়দের, যারা পুরোনো প্রজন্মের ছিল।’
আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া-উরুগুয়ে। এ ম্যাচের শিরোপা জয়ী দলের বিপক্ষে আগামী সোমবার (১৫ জুলাই) সকালে মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা জিতে কোপা আমেরিকার শেষ রাঙাতে চান লিওনেল মেসি।
মন্তব্য করুন