লিওনেল মেসি গোল করলেই যেন রেকর্ডের ছড়াছড়ি। ফুটবলের প্রায় সব রেকর্ডে নাম রয়েছে তার। চলতি কোপা আমেরিকায় শুরুতে গোল পাচ্ছিলেন না আর্জেন্টাইন অধিনায়ক। মাঝে ইনজুরিতে পড়ে খেলতে পারেননি এক ম্যাচে।
চোট মুক্ত হয়ে ফিরলেও ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পাননি গোলের দেখা। অবশেষে সেমিফাইনালে কানাডার বিপক্ষে পান কাঙ্ক্ষিত সেই গোল। এই গোলে চার কীর্তি গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
বাংলাদেশ সময় বুধবার (১০ জুলাই) সকালে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে চলতি আসরের প্রথম গোল করেন মেসি। এতে ২-০ গোলের জয়ে কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
Leo Messi pic.twitter.com/1PZGbE2MoJ — CONMEBOL Copa América️ ENG (@copaamerica_ENG) July 10, 2024
কাতারের বিপক্ষে করা এই গোলে চারটি কীর্তি গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে কোপার ছয়টি ভিন্ন আসরে গোল করলেন ইন্টার মায়ামি তারকা। ১৯৫৭ সালে এই কীর্তি গড়েছিলেন ব্রাজিলের জিজিনিহো।
২০০৭, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২১ এং ২০২৪—এই ছয় আসরে অন্তত একটি গোল করার কীর্তি গড়লেন তিনি। শুধুমাত্র ২০১১ সালের আসরটি ছিল ব্যতিক্রম। ।
দ্বিতীয় কীর্তি হচ্ছে আর্জেন্টিনার হয়ে টানা আটটি মেজর টুর্নামেন্টে (কোপা আমেরিকা ও বিশ্বকাপ) গোল করেছেন মেসি। ২০১৪ বিশ্বকাপ (৪), ২০১৫ কোপা আমেরিকা (১), ২০১৬ কোপা আমেরিকা (৬), ২০১৮ বিশ্বকাপ (১), ২০১৯ কোপা আমেরিকা (১), ২০২১ কোপা আমেরিকা (৪), ২০২২ বিশ্বকাপ (৭) এবং ২০২৪ কোপা আমেরিকায় (১*) গোল করে এই কীর্তি গড়েন আর্জেন্টাইন কিংবদন্তি।
একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয়তে উঠে এসেছেন মেসি। বর্তমানে ইরানের কিংবদন্তি আলি দাইয়ের ১০৯ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। তার সামনে কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৩০ গোল করে এ তালিকার সবার ওপরে পর্তুগিজ কিংবদন্তি।
এ ম্যাচে গোল করে ৩৮টি ভিন্ন দেশের বিপক্ষে গোল করার রেকর্ড গড়েছেন মেসি। আর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে (কোপা আমেরিকা ও বিশ্বকাপ) ২১টি দেশের বিপক্ষে গোল করার অনন্য রেকর্ডে নাম লেখালেন আর্জেন্টাইন অধিনায়ক। আরও রেকর্ডের হাতছানি রয়েছে তার সামনে। মহাদেশীয় আসরে তার গোল সংখ্যা এখন ১৪। কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতাদের তালিকার দুই নম্বরে আছেন তিনি। ১৭ গোল করে এই তালিকার শীর্ষে আছেন স্বদেশি নরবার্তো মেন্ডেজ এবং ব্রাজিলের জিজিনহো।
ফাইনালে হ্যাটট্রিক করতে পারলে শতবর্ষী এই আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম উঠবে মেসির।
মন্তব্য করুন