ফাইনালটা যেন অভ্যাসের পর্যায়ে নিয়ে গেছে আর্জেন্টিনা। কোপা আমেরিকা সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারিয়ে এক দশকের মধ্যে ৬ষ্ঠ মেজর (বিশ্বকাপ ও মহাদেশীয়) ফাইনাল নিশ্চিত করল আলবিসেলেস্তেরা।
২০১৪ সালের বিশ্বকাপ ফাইনাল দিয়ে শুরু। জার্মানির কাছে হারে রানার্সআপ ট্রফিতে সান্ত্বনা খুঁজতে হয়েছিল সে যাত্রায়। পরবর্তীতে চিলি ও যুক্তরাষ্ট্রে আয়োজিত টানা দুটি কোপা আমেরিকার ফাইনালে হারতে হয়েছে মেসিদের।
হারের ধরনটাও ছিল একই রকম— গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। ২০১৫ সালে ব্যবধান ছিল ৪-১ এবং ২০১৬ সালে ৪-২। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২১ সালে এসে শিরোপার স্বাদ পায় দিয়েগো ম্যারাডোনার দেশ।
শিরোপা নির্ধারণী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারায় দেশটি। ১৯৯৩ সালের পর ওটা ছিল আর্জেন্টিনার প্রথম মেজর ট্রফি। মাঝে কাতার বিশ্বকাপ ফাইনাল খেলা আর্জেন্টিনা শিরোপা নিয়ে দেশে ফিরেছে।
On a mission pic.twitter.com/2IoI9bQf6y
— CONMEBOL Copa América️ ENG (@copaamerica_ENG) July 10, 2024১৯৮৬ সালে ম্যারাডোনার হাত ধরে পাওয়া বিশ্বকাপ ট্রফি উদ্ধার করেন লিওনেল মেসি। সে সাফল্যর ধারাবাহিকতায় আরও একটি মেজর ফাইনাল নিশ্চিত হলো বুধবার (১০ জুলাই)।
এটি হতে যাচ্ছে কোপা আমেরিকায় আলবিসেলেস্তেদের ৩০তম ফাইনাল! যা আসরের ইতিহাসে কোন দলের সর্বোচ্চ ফাইনাল খেলার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ (২১) ফাইনাল খেলেছে উরুগুয়ে।
১৫ বার শিরোপা জয় করা আর্জেন্টিনা যৌথভাবে উরুগুয়ের সঙ্গে সর্বোচ্চ সাফল্যর রেকর্ডে অংশীদার হয়েছে। এবারের শিরোপা নির্ধারনী ম্যাচ হারলে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফির সংখ্যা (১৫) সমান হবে।
ফাইনাল জিতলে লাতিন আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরে এককভাবে সর্বো
চ্চ সাফল্যর রেকর্ড গড়বে লিওনেল স্কালোনির দল।
মন্তব্য করুন