কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে কানাডার বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।
কানাডার কোচ জেসি মার্শ আগেই জানিয়েছিলেন আক্রমণাত্মক ফুটবল খেলার কথা। ম্যাচের প্রথম ১০ মিনিট তাই করেছে তার দল।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে তৃতীয় মিনিটে কানাডা আদায় করে নেয় ম্যাচের প্রথম কর্নার। ৫ মিনিটে কাইল লারিনের কাছ থেকে বল পেয়ে বাঁ-প্রান্ত দিয়ে বক্সে ঢুকে জ্যাকব শাফেলবার্গ যে শটটি নেন তা চলে যায় পোস্টের উপর দিয়ে।
দুই মিনিট পর ঠিক একই জায়গা থেকে শট নেন শাফেলবার্গ। এবারও বল চলে যায় পোস্টের উপর দিয়ে।
ম্যাচের ১২ মিনিটে প্রতিপক্ষের পোস্টে প্রথম শট নেয় আর্জেন্টিনা। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে কানাডা বক্সের কাছে এসে লিওনেল মেসিকে পাস দেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
JULIAN ALVAREZ GOAAALL!!!! ️️️ pic.twitter.com/u5wd0om4gh — All About Argentina (@AlbicelesteTalk) July 10, 2024
গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে প্রথম গোল করেছিলেন জুলিয়ান আলভারেজ। এবারও একই পুনরাবৃত্তি করলেন তিনি। ম্যাচের ২৩ মিনিটে ডি পলের থ্রু পাস থেকে কানাডার ডি বক্সে ঢুকে অনেকটা ওয়ান টু ওয়ান পজিশনে কোপায় নিজের তৃতীয় গোলটি করেন ম্যানচেস্টার সিটির এ স্ট্রাইকার।
গোল দেওয়ার পর আরও উজ্জীবিত আর্জেন্টাইনরা। ৩৪ মিনিটে ডি মারিয়ার চিপ শট অল্পের জন্য মিস করে কানাডার গোলপোস্ট। পরের মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে মেসির কাছ থেকে বল পেয়ে শট নেন নিকোলাস ত্যাগলিয়াফিকো। কানাডিয়ান ডিফেন্ডারের গায়ে লেগে বল চলে যায় মাঠের বাইরে।
৪৪ মিনিটে ডি মারিয়া ছোট বক্সে দাঁড়ানো মেসিকে পাস দেন। আর্জেন্টাইন অধিনায়কের শট চলে যায় বাঁ পাশে পোস্ট ঘেঁষে। যোগ করা সময়ে আবারও মেসির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
ম্যাচের ধারার বিপরীতে প্রায় গোল পাওয়ার পর্যায়ে চলে গিয়েছিল কানাডা। জোনাথন ডেভিডের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন এমিলিয়ানো মার্তিনেজ।
মন্তব্য করুন