আর্জেন্টিনা ও লিওনেল মেসি, কোপা আমেরিকা শিরোপা ধরে রাখতে আর দুই জয় দূরে। যার একটি আসতে পারে আজ বুধবার (১০ জুলাই) সকালে। সর্বশেষ আট আসরের মধ্যে ষষ্ঠবারের মতো ফাইনালে খেলার পথে লা আলবিসেলেস্তেদের বাধা কানাডা।
নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা-কানাডার প্রথম সেমিফাইনাল শুরু। প্রতিযোগিতার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সে ম্যাচে কানাডাকে ২-০ গোলে হরিয়েছিল আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালে খেলা একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। রহস্যময় কারণে সে ম্যাচে অ্যাঞ্জেল ডি মারিয়া না খেললেও, এ ম্যাচের শুরুর একাদশে রয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।
প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েছেন রাইট ব্যাক গঞ্জালো মন্টিয়েল। ফলে বেঞ্চে রয়েছেন মোলিনা। আর লাউতারো মার্তিনেজের পরিবর্তে স্ট্রাইকার হিসেবে শুরুর একাদশে ফিরেছেন জুলিয়ান আলভারেজ।
#CopaAmérica2024 - Semifinal ️¡Alineaciones confirmadas! #Argentina #Canadá 20:00 ️MetLife Stadium (East Rutherford, New Jersey) VIVO: https://t.co/4lqXsOqgeJ#AM1080 pic.twitter.com/nXNUlqvXox
— Monumental AM 1080 (@AM_1080) July 9, 2024এ ম্যাচের জয়ীরা সোমবার টুর্নামেন্টের ফাইনালে উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচের বিজয়ীদের বিপক্ষে লড়বে।
আর্জেন্টিনা একাদশ : এমিলিয়ানো মার্তিনেজ, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।
মন্তব্য করুন