আর মাত্র দুই জয়! এরপরই আবারও কোপা আমেরিকার শিরোপা জয়ের উল্লাসে মেতে উঠবে আর্জেন্টিনার সমর্থকরা। এই দুই ম্যাচের একটি আবার অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ, কানাডার বিপক্ষে।
যাদের গ্রুপ পর্বে হারানোর স্মৃতি এখনো উজ্জ্বল। লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের প্রথম সেমিফাইনাল মাঠে গড়াবে বাংলাদেশ সময় বুধবার (১০ জুলাই) সকাল ৬টায়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে কানাডা ও আর্জেন্টিনা।
এর আগে এই মাঠে গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে খেলেছিলেন মেসিরা। সে ম্যাচে ডান পায়ের মাংস পেশিতে চোট পান আর্জেন্টিনার অধিনায়ক। খেলতে পারেননি পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে।
প্রথম সেমিতে পুনরাবৃত্তি হয়েছে কোপা আমেরিকার ৪৮তম আসরের উদ্বোধনী ম্যাচের। গ্রুপ-এ’র প্রথম ম্যাচে মুখোমুখো হয়েছিল আর্জেন্টিনা ও কানাডা। সে ম্যাচে প্রথমার্ধে বর্তমান চ্যাম্পিয়নদের রুখে দিয়েছিল আলফানসো ডেভিসের দল।
পরে দ্বিতীয়ার্ধে জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের গোলে কোপায় শুভসূচনা করে আর্জেন্টিনা। সে ম্যাচে চিরচেনা হোম জার্সি পরে খেলেছিলেন আর্জেন্টাইনরা। ফাইনালে উঠার লড়াইয়েও সেই চিরচেনা আকাশী-নীল এবং সাদা জার্সি পড়ে মাঠে নামবেন মেসিরা।
সঙ্গে থাকবে সাদা শর্টস এবং সাদা মোজা। কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচেও একই জার্সি পড়েছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা।
এদিকে শুরু উদ্বোধনী ম্যাচে পুরো টুর্নামেন্টে এ পর্যন্ত খেলা চার ম্যাচের সবগুলোতে এই হোম জার্সি পড়ে মাঠে নেমেছিলেন ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা আর্জেন্টাইনরা।
We are ready for the semifinal pic.twitter.com/dm568kkus7 — Selección Argentina in English (@AFASeleccionEN) July 9, 2024
অন্যদিকে প্রথম অংশ গ্রহণে লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের শেষ চারে জায়গা করে নেওয়া কানাডা রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের ৪৮ নম্বরে।
প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে লাল রংয়ের জার্সি পরে খেলতে নেমেছিলেন কানাডিয়ানরা। সেমিফাইনালেও সেই একই জার্সি পরে খেলতে নামবে কানাডা।
মন্তব্য করুন