ইকুয়েডরের বিপক্ষে দলের পারফরম্যান্স চোখ খুলে দিয়েছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির। বুঝে গেছেন কোপার শিরোপা জিততে হলে এই পারফরম্যান্সে কাজ হবে না।
আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক প্রতিবেদনে বলেছে সেমিফাইনালে কানাডার বিপক্ষে একাদশের পাশাপাশি স্কালোনি বদল আনবেন রণকৌশলেরও।
আর্জেন্টিনার মূল মনোনিবেশ কানাডার বিপক্ষে সেমিফাইনালকে ঘিরে। আগামী বুধবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিতে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এ জন্য নতুন রণকৌশল ভাবছেন কোচ লিওনেল স্কালোনি। এর আগে আসরের উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল মেসিরা। সে ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে দলের রণকৌশল সাজিয়েছিলেন আর্জেন্টাইন কোচ। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও একই ফরমেশনে খেলেছিল দল।
পেরুর বিপক্ষে স্কালোনি ডাগআউটে না থাকলেও ফরমেশন ছিল একই। তবে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে ৪-৩-৩ এর বদলে ৪-৪-২ ফরমেশনে একাদশ সাজান তিনি। আক্রমণে লিওনেল মেসির সঙ্গে ছিলেন লাউতারো মার্তিনেজ।
সেমিফাইনালে আবারও ৪-৩-৩ ফরমেশনে রণকৌশল সাজাতে পারেন আর্জেন্টাইন কোচ। উদ্বোধনী ম্যাচের মত মেসির সঙ্গে আক্রমণের দায়িত্বে থাকতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও জুলিয়ান আলভারেজ। ফলে শুরুর একাদশে নাও থাকা হতে পারে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্তিনেজ।
JUST IN: Ángel Di María and Julián Álvarez have chances to start against Canada. Scaloni will also modify the midfield, either in positions or names - Enzo or Paredes. @gastonedul pic.twitter.com/ecFI4t4YnR
— All About Argentina (@AlbicelesteTalk) July 7, 2024গোলপোস্টের নিচে বরাবরের মতো অতন্দ্র প্রহরী হয়ে থাকবেন এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। রক্ষণে ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজের পাশে থাকতে পারেন নাহুয়েল মোলিনা এবং নিকোলাস ত্যাগলিয়াফিকো। তবে শতভাগ সুস্থ না হওয়ায় আলাদাভাবে অনুশীলন করেছেন লেফটব্যাক মার্কোস আকুনা।
মিডফিল্ডে রদ্রিগো ডি পল এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের জায়গা এক প্রকার নিশ্চিত। দুজনই কোয়ার্টারে ভালো পারফরম্যান্স করেছেন। এনজো ফার্নান্দেজের পরিবর্তে লিয়ান্দ্রো পারেদেসকে খেলানো হতে পারে কানাডার বিপক্ষে।
একাদশে জায়গা করে নিতে সর্বোচ্চ চেষ্টা করছেন জিওভানি লো সেলসো এবং এক্সকুয়েল পালাসিওস।
আশ্চর্যজনক হলেও ইকুয়েডরের বিপক্ষে খেলানো হয়নি ডি মারিয়াকে। তবে কানাডার বিপক্ষে একাদশে ফিরবেন এই উইঙ্গার। মেসির ইনজুরি স্কালোনির মাথা ব্যথার কারণ। তবে মেসির সিদ্ধান্ত তিনি খেলবেন।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-৩-৩)
গোলকিপার : এমিলিয়ানো মার্তিনেজ
রক্ষণভাগ : নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, মার্কাস আকুনা
মাঝমাঠ : রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
আক্রমণভাগ : লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া।
মন্তব্য করুন