স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১১:৪৯ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

ভিনি-বেলিংহামের সঙ্গে ব্যালন ডি'অর বিতর্কে মেসিও

ব্যালন ডি’অর ট্রফি ও মেসি। ছবি : সংগৃহীত
ব্যালন ডি’অর ট্রফি ও মেসি। ছবি : সংগৃহীত

আগামী ২৮ অক্টোবরে দেওয়া হবে ফুটবলের সবচেয়ে লোভনীয় ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর। বেশ কয়েকজন দাবিদার থাকায় এবার বিজয়ী বাছাই করা বেশ কঠিন হবে।

ক্রীড়া বিষয়ক গণমাধ্যম স্পোর্টস ব্রিফের দাবি হঠাৎ করেই আলোচনায় চলে এসে লিওনেল মেসির নাম।

চলতি বছর সম্ভাব্য ব্যালন ডি'অর জয়ীর তালিকার ১ নম্বরে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকা কাপ থেকে ব্রাজিলের বিদায়ে নিচে নেমে গেছেন তিনি। তালিকার শীর্ষে চলে এসেছেন ভিনির রিয়াল মাদ্রিদের সতীর্থ জুড বেলিংহাম।

চলমান ইউরো কাপে দুর্দান্ত খেলছেন এই ইংলিশ মিড ফিল্ডার। ব্রাজিল উরুগুয়ের কাছে হেরে বিদায় নিলেও, ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে উঠেছে ইংল্যান্ড।

অন্যদিকে কোপার শিরোপার খুব কাছে আর্জেন্টিনা। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ কানাডা। যাদের গ্রুপ পর্বে ২-০ গোলে হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। ফাইনালে উঠে তাদের খেলতে হবে উরুগুয়ে অথবা কলম্বিয়ার বিপক্ষে।

যাদের বিরুদ্ধে আর্জেন্টিনার রেকর্ড আগে থেকে ভালো। তাই স্পোর্টস ব্রিফের দাবি হঠাৎ করে আলোচনায় মেসির নামও।

ক্লাব সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে ব্যালন ডি 'অর জয়ের তালিকায় এগিয়ে গেছেন বেলিংহাম। গ্যারেথ সাউথগেটের দল সেমিফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। ফাইনালে উঠলে ইংলিশদের লড়তে হবে ফ্রান্স বা স্পেনের বিপক্ষে।

টুর্নামেন্টে দুটি গুরুত্বপূর্ণ গোল করায় আবারও আলোচনায় এসেছেন বেলিংহাম। ইংল্যান্ডের সেমিতে উঠতে উল্লেখযোগ্য ভুমিকা রেখেচছেন তিনি।

সার্বিয়ার বিপক্ষে তার গোলে তিন পয়েন্ট পায় ইংল্যান্ড। স্লোভেনিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ে তার গোলে জয় নিশ্চিত হয় গত আসরের রানার্স আপদের।

বিপরীতে, ভিনিসিয়ুস জুনিয়র হতাশা নিয়ে শেষ করেছেন কোপা আমেরিকা। দুটি গোল করা সত্ত্বেও, দুটি হলুদ কার্ড পাওয়ায় উরুগুয়ের বিপক্ষে খেলা হয়নি তার।

যদিও রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ লিগ ও স্প্যানিশ সুপার কাপ জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কোপা থেকে ব্রাজিলের দ্রুত বিদায়ে ব্যক্তিগত পুরস্কার জেতার সম্ভাবনা কমে গেছে ভিনিসিয়ুস জুনিয়রের।

এরপরও ধারণা করা হচ্ছে মাদ্রিদের এ দুই তারকার মধ্যে লড়াইটা হবে তীব্র। ১৯৬৬ সালের পর ইংল্যান্ড ইউরোর শিরোপা জিতলে পাল্লা ভারি হবে বেলিংহামের।

এ দিকে স্পোর্টস ব্রিফ জানিয়েছে বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে লড়াইয়ে চলে এসেছে মেসির নাম। এ বছরের শেষের দিকে নবম ব্যালন ডি 'অর খেতাব জয়ের সম্ভাবনা রয়েছে তারও। বিশেষ করে আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা তাকে লড়াইয়ে ফিরিয়ে আনবে বেশ ভালোভাবে। ১২ গোল করে মেজর লিগ সকারের সর্বোচ্চ গোলদাতা তিনি।

এ ছাড়া তার নামের পাশে রয়েছে ১৪টি অ্যাসিস্ট। কোপার শিরোপা আর্জেন্টিনা অধিনায়ককে কিছুটা এগিয়ে আনবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদ টার্গেট করে চালানো হচ্ছে বিমান হামলা

আর এক জয় দূরে মেসির মায়ামি!

নির্যাতনের তথ্য চেয়ে আ.লীগের বিশেষ বার্তা

পূজায় বুড়িমারীতে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৬ দিন

প্রতি সপ্তাহে সহায়তা দেবে জুলাই ফাউন্ডেশন : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আন্দোলনে অস্ত্র উঁচিয়ে গুলি, সেই যুবলীগ নেতা গ্রেপ্তার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যমুনা গ্রুপ

জনবল নেবে স্যামসাং বয়সসীমা  ২১ থেকে ২৮ বছর 

বায়ুদূষণে শীর্ষে হ্যানয়, ঢাকার খবর কী

সুস্থ থাকতে ভাত নাকি রুটি, কী বলছেন চিকিৎসক

১০

লিটনের শরীরে ৫ শতাধিক বুলেট

১১

সপ্তম রাউন্ডে জমে উঠেছে প্রিমিয়ার লিগের লড়াই

১২

পাচারের টাকায় আমিরাতে মিনি সিটি নিয়ে আসিফের স্ট্যাটাস

১৩

শেরপুরে ভয়াবহ বন্যায় ৭ জনের মৃত্যু

১৪

তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস গবেষকের

১৫

সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপ জ্যোতির

১৬

১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৭

ভারতীয় দলে আচমকা পরিবর্তন

১৮

ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮ শিক্ষার্থী বহিষ্কার

১৯

৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

২০
X