কোপা আমেরিকার চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালকে বলা হচ্ছে ফাইনালের আগে আরেক ফাইনাল। ধারণা করা হচ্ছিল ব্রাজিল-উরুগুয়ের লড়াইয়ে উত্তেজনার পারদ অনেক ওপরে থাকবে।
তবে রোববার (৭ জুলাই) সকালে অনেকটা ঢিলেঢালা শুরু হয় দু'দলের সেমিতে ওঠা লড়াই। সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা হলেও গোল পায়নি কোনো দল। ফলে ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
লাস ভেগাসে শুরুতে গুছিয়ে নিতে কিছুটা সময় নেয় দু'দল। ধীরে ধীরে বাড়ায় আক্রমণের ধার। ১৭ থেকে ২০, এ ৪ মিনিটে ব্রাজিলের রক্ষণকে চেপে ধরেছিল উরুগুয়ে। আদায় করে নেয় তিনটি কর্নার। তবে গোল পাননি ডারউইন নুনেজ-ম্যাথিয়াস অলিভেরারা।
ম্যাচের ৩৩ মিনিটে বড় ধাক্কা খায় উরুগুয়ে। ইনজুরির কারণে মাঠে থেকে উঠে যেতে হয় ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে। বার্সা তারকার বদলি হিসেবে নামানো হয় জোসে গিমেনেজকে।
ম্যাচের ৩৫ মিনিটে উরুগুয়ের পোস্টে প্রথম শট নেয় ব্রাজিল। লুকাস প্যাকুয়েতার অ্যাসিস্ট থেকে বল পেয়ে ওয়ান টু ওয়ান পজিশনে রাফিনিয়ার শট রুখে দেন উরুগুয়ের গোলকিপার।
মন্তব্য করুন