এটি সহজেই হতে পারত ফাইনাল। তা না হলেও কোপা আমেরিকার সবচেয়ে আকর্ষণীয় কোয়ার্টার ফাইনাল হবে এটি। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে উরুগুয়ের মুখোমুখে হবে ব্রাজিল।
আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসার অধীনে দুর্দান্ত উরুগুয়ে। গতিময় ফুটবলে কোপার গ্রুপপর্বে তিন প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে উরুগুয়ে। নুনেজ, ভালভার্দেরা প্রতিপক্ষে জালে গোল দিয়ে ৯ গোলের বিপক্ষে খেয়েছে ১টি।
অন্য দিকে নতুন কোচ দরিভাল জুনিয়রের অধীনে এখনও ঠিক মতো গুছিয়ে উঠতে পারেনি ব্রাজিল। ডি-গ্রুপের দ্বিতীয় হয়ে জায়গা করেছে নিয়েছে শেষ আটে। আক্রমণভাগকে বল জোগান দেওয়ার জন্য মিডফিল্ডে সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি সেলেসাওরা।
তার ওপর কার্ড জটিলতায় ভিনিসিয়ুস জুনিয়রের না থাকা দলটির জন্য বড় ধাক্কা। রিয়াল মাদ্রিদ তারকা না থাকায় স্বাভাবিকভাবে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের উপর চাপ বাড়বে।
কখন শুরু
• শহর: লাস ভেগাস, নেভাদা • স্টেডিয়াম: অ্যালিজিয়েন্ট স্টেডিয়াম • তারিখ: রোববার, ৭ জুলাই • শুরুর সময়: সকাল ৭টা
পরিসংখ্যান
ম্যাচ: ৭৯ উরুগুয়ে: ২২ জয় ব্রাজিল: ৪০ জয় ড্র: ১৭
গত বছর ১৭ অক্টোবর দুদলের সর্বশেষ ম্যাচে উরুগুয়ে জিতেছিল ২-০ গোলে
যেভাবে দেখবেন
• যুক্তরাষ্ট্র: এফএস ওয়ান, ফক্স স্পোর্টস অ্যাপ • যুক্তরাজ্য: প্রিমিয়ার স্পোর্টস ওয়ান • বাংলাদেশ: টি স্পোর্টস, টি স্পোর্টস অ্যাপ
দুই দলের সম্ভাব্য একাদশ
ব্রাজিলের ম্যাচে উইঙ্গার ম্যাক্সিমিলিয়ান আরাউজোকে ছাড়াই একাদশ সাজাতে হবে উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসাকে। প্রতিযোগিতায় দুই গোল করা এই উইঙ্গার মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে মাথায় আঘাত পান। ফলে ব্রাজিলের বিপক্ষে ক্রিস্টিয়ান অলিভেরাকে দেখা যাবে শুরুর একাদশে।
Globo: The starting lineup to face Uruguay. Vini is replaced by Endrick. Arana for Wendell. pic.twitter.com/m62y2saU2j — Brasil Football (@BrasilEdition) July 5, 2024
অন্যদিকে রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র ছাড়া একাদশ সাজাতে হবে দরিভার জুনিয়রকে। তবে ইনজুরি নয় কার্ড নিষেধাজ্ঞায় খেলা হচ্ছে না ২৩ বছর বয়সী এই তারকার।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭ মিনিটে টুর্নামেন্টের দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ভিনি। ফলে খেলা হচ্ছে না কোয়ার্টার ফাইনালে। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন সাভিনহো। এ ছাড়া শুরুর একাদশে থাকতে পারেন ব্রাজিলের নতুন তারকা এনদ্রিকও। আর ওয়েন্ডেলের পরিবর্তে একাদশে ফিরতে পারেন আরানা।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-২-৩-১): অ্যালিসন (গোলকিপার), দানিলো (অধিনায়ক), মিলিতাও, মার্কুইনহোস, আরানা, গুইমারেস, গোমেজ, রাফিনিয়া, প্যাকুয়েতা, এনদ্রিক, রদ্রিগো।
উরুগুয়ের সম্ভাব্য একাদশ (৪-৩-৩): রোচেট (গোলকিপার); নান্দেজ, আরাউজো, অলিভেরা, ভিনা, উগার্তে, দে লা ক্রুজ, ভালভার্দে, পেলিস্ট্রি, নুনেজ (অধিনায়ক), অলিভেরা।
মন্তব্য করুন