শুক্রবার (৫ জুলাই) টাইব্রেকে ইকুয়েডরকে হারিরে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। প্রশ্ন ছিল শেষ চারের লড়াইয়ে কারা হবে মেসি-মার্তিনেজদের প্রতিপক্ষ?
শনিবার (৬ জুলাই) সকালে ভেনেজুয়েলা-কানাডার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী দল সেমিতে খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। নির্ধারিত সময়ে কোপার দ্বিতীয় কোয়ার্টার শেষ হয় ১-১ গোলে।
পরে টাইব্রেকে ৪-৩ গোলে হারিয়ে লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে প্রথম অংশ গ্রহণে শেষ চারে জায়গা করে নিয়েছে কানাডা। ফাইনালে উঠার লড়াইয়ে মধ্য আমেরিকার দেশটির প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কানাডা। কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল মেসিরা। টেক্সাসে শনিবার (৬ জুলাই) সকালে আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে শুরুর দিকে ভেনেজুয়েলার চেয়ে দাপট বেশি ছিল কানাডার। ম্যাচের ১৩ মিনিটে জ্যাকভ শাফেলবার্গের গোলে এগিয়ে যায় মধ্য আমেরিকার দেশটি। এর পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে চেষ্টা চালায় ভেনেজুয়েলা। বেশ কয়েক দফার আক্রমণ থেকে গোলের সুযোগ তৈরি করে তারা। তবে গোল না পাওয়ায় ফেরা হয়নি সমতায়।
Now we're here pic.twitter.com/EMOu3h9mtZ
— CONMEBOL Copa América️ ENG (@copaamerica_ENG) July 6, 2024প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও খেলা চলে আক্রমণ-পাল্টা আক্রমণে। গোল আদায়ের চেষ্টায় ব্যর্থ হয় দুই দলই। শেষ পর্যন্ত অধিনায়ক সালোমন রনডনের মাঝ মাঠ থেকে বুদ্ধিদীপ্ত এক শটে কাঙ্ক্ষিত গোলে সমতা ফেরে ভেনেজুয়েলা। এতে ভেনেজুয়েলার সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন রনডন।
নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময়ের বদলে ম্যাচ গড়ায় টাইব্রেকে। সেখানে বাজিমাত করে কানাডার। প্রথম অংশ গ্রহণে দ্বিতীয় দল হিসেবে কোপার সেমিতে উঠল মধ্য আমেরিকার দেশটি।
এর আগে ২০০১ সালে লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে প্রথম অংশগ্রহণেই সেমিফাইনালে খেলার ইতিহাস গড়েছিল হন্ডুরাস। আগামী বুধবার (১০ জুলাই) প্রথম সেমিফাইনালে আসরের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কানাডা।
মন্তব্য করুন