ম্যাচের যোগ করা সময়ে (৯০+২) বিনা মেঘে বজ্রপাত। জয় উল্লাসের প্রস্তুতির মাঝে সমতায় ফিরে আর্জেন্টাইনদের চমকে দেয় ইকুয়েডর। তার উপর প্রথম শট মিস করেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি।
হতাশা নিমজ্জিত বর্তমান চ্যাম্পিয়নদের উল্লাসের উপলক্ষ্য এনে দেন এমিলিয়ানো মার্তিনেজ। পেনাল্টি শুট আউটে ইকুয়েডরের প্রথম দুই শট আটকে নিশ্চিত করেন আর্জেন্টিনার জয়। এরপর তিনি বলেন, দ্রুত বাড়ি ফেরার জন্য তিনি প্রস্তুত নন।
বাংলাদেশ সময় শুক্রবার (৫ জুলাই) সকালে টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে ৩৫ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। যোগ করা সময়ে কেভিন রদ্রিগেজের গোলে সমতায় ফেরে ইকুয়েডর।
ফাইনাল বাদে নকআউট পর্বে অতিরিক্ত সময় নেই। তাই ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে এমিলিয়ানো মার্তিনেজ শুধু আর্জেন্টিনাকে বাঁচাননি, নিয়ে গেছেন কোপা আমেরিকার সেমিফাইনালে। শিরোপা জয়ের আরও কাছে। জেতেন ম্যাচসেরার পুরস্কার।
DIBU pic.twitter.com/tywya7SJHh
— CONMEBOL Copa América️ ENG (@copaamerica_ENG) July 5, 2024অধিনায়ক মেসির ভুলের পর ইকুয়েডরের হয়ে প্রথম দুটি শট নেওয়া অ্যাঞ্জেল মেনা এবং অ্যালান মিন্দার শট রুখে দেন এমিলিয়ানো মার্তিনেজ। পেনাল্টি শুট আউটে ৪-২ গোলের জয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
ম্যাচ শেষ গণমাধ্যমের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলার এ গোলকিপার বলেন, ‘সতীর্থদের বলেছিলাম, আমি বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নই।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমি মানুষের ভালোবাসা দ্বারা পূর্ণ, আমার পরিবারের ঘনিষ্ঠতা রয়েছে। এটা বিশেষ মুহূর্ত। আমাদের দলটি খেলা চালিয়ে যাওয়ার যোগ্য। এটা সত্যি অনেক এটি উত্তেজনাপূর্ণ।’
মেসি বাদে বাকি চার শটের সবগুলো গোল করেছে আর্জেন্টিনার ফুটবলাররা। ফলে জয় পেতে সমস্যা হয়নি আর্জেন্টাইনদের। পেনাল্টি শুট আউটে বরাবরই দুর্দান্ত এমিলিয়ানো। এর আগে গত কোপায় এবং কাতারে বিশ্বকাপের টাইব্রেকে দলকে জেতান তিনি।
এর রহস্য উন্মোচন করেন আর্জেন্টাইন গোলকিপার, ‘আমি এর জন্য অনেক কাজ করছি। প্রতিদিনে ৫০০ শট অনুশীলন করি। সবসময় ফিট থাকার চেষ্টা করি। দলের হয়ে আমার সেরা দেওয়ার চেষ্টা থাকে সব সময়।’
এ সময় ভক্তদের উদ্দেশ্য মার্তিনেজ বলেন, ‘দেশ এটির (ট্রফির) যোগ্য, যারা তাদের অর্থ ব্যয় করে আমাদের (খেলা) দেখতে আসে। তাদের উত্তেজনা, চিৎকারের আওয়াজ নিজেকে হারিয়ে ফেলি। আমি গর্বিত, আমি একজন গোলকিপার এবং একজন প্রিয় মানুষ হিসাবে বেড়ে উঠতে চাই।’
পেনাল্টি শুট আউটে মার্তিনেজের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে পোস্ট করেছে লাতিন আমেকিা ফুটবল কনফেডারেশন (কনমেবল)। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমিলিয়ানো মার্তিনেজের শ্রেষ্ঠত্বে প্রমাণে ছবিসহ পোস্ট করেছে ফুটবল সংস্থাটি। ক্যাপশনে লিখেছে, ‘তিনি আবার এটি করে দেখিয়েছেন।’
মন্তব্য করুন