বসুন্ধরা কিংসের সঙ্গে অস্কার ব্রুজনের অর্ধযুগের পথচলা শেষ হলো। সম্পর্ক ছিন্ন করার বিষয়টি স্প্যানিশ কোচকে জানিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘অস্কার ব্রুজনকে আমরা আর রাখছি না। সিদ্ধান্তটা এ কোচকে জানিয়ে দেওয়া হয়েছে।’
নতুন কোচ এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। সে কোচের এশিয়ান ফুটবল সম্পর্কে স্পষ্ট ধারণা আছে বলে জানিয়েছে সূত্রটি।
২০১৮-১৯ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় বসুন্ধরা কিংসের। অভিষেকের পর থেকে বাংলাদেশ ফুটবল একক আধিপত্য প্রতিষ্ঠা করেছে ক্লাবটি, যার পেছনের কারিগর ছিলেন অস্কার ব্রুজন। এ সময়ের মধ্যে ৪ প্রিমিয়ার লিগ, দুটি ফেডারেশন কাপ এবং একটি স্বাধীনতা কাপ শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। বিস্ময়কর এ সাফল্যের পরও কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার অন্যতম কারণ ঘরোয়া আসরের সাফল্য আন্তর্জাতিক মঞ্চে অনূদিত না হওয়া। বিগত বছরগুলোতে ক্লাবটি নিয়মিত এএফসি কাপ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেললেও উল্লেখ করার মতো সাফল্য নেই। সঙ্গে যুক্ত হয়েছে ক্লাবের অভ্যন্তরীণ নানা ইস্যুতে ব্রুজনের সম্পৃক্ততা। নানা ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ব্যক্তির সঙ্গে বিবাদে জড়াতে দেখা গেছে এ কোচকে।
বিদায় বেলায় দীর্ঘ এক ফেসবুক পোস্টে নানা ইস্যু তুলে ধরেছেন স্প্যানিশ এ কোচ। সেখানে ছিল ক্ষোভ এবং নানা ইঙ্গিতও।
মন্তব্য করুন