স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে দেখবেন আর্জেন্টিনা-ইকুয়েডরের ম্যাচ

আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ। ছবি : সংগৃহীত

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হবে কোপা আমেরিকার নক আউট পর্ব। প্রথম কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসির খেলবেন কি না, তা নিয়ে রয়েছে অনেক জল্পনা-কল্পনা।

চলতি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা। ২০১৫ সালের পর ইকুয়েডরের কাছে হারেনি হারেনি মেসিরা।

চিলির বিপক্ষে ডান পায়ের কুঁচকিতে সামান্য চোট পাওয়ার আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। এ জন্য এ ম্যাচে তার খেলা নিয়ে সন্দেহ রয়েছে। এর আগে পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেননি আর্জেন্টাইন অধিনায়ক।

বি-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। এ পর্যন্ত কোপার শিরোপা জিতেনি লাতিন দেশটি। তাদের সর্বোচ্চ সাফল্য ১৯৯৩ সালে চতুর্থ স্থান অর্জন করা।

ম্যাচ কোথায়-কখন

• শহর : হিউস্টন, টেক্সাস

• ভেন্যু : এনআরজি স্টেডিয়াম

• তারিখ : শুক্রবার, ৫ জুলাই

• শুরুর সময় : সকাল ৭টা (বাংলাদেশ সময়)

পরিসংখ্যান

• ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার রেকর্ড বেশ ভালো। এ পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে ৪০ ম্যাচ। এর মধ্যে ইকুয়েডরের ৫ জয়ের বিপরীতে আর্জেন্টিনা জিতেছে ২৪টিতে। বাকি ১১ ম্যাচ ড্র হয়।

• আন্তর্জাতিক ক্যারিয়ারে ইকুয়েডরের বিপক্ষে ৭টি গোল করেছেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামি তারকার চেয়ে বেশি গোল আছে কেবল বলিভিয়ার বিপক্ষে।

• চার গোল করে কোপার সর্বোচ্চ গোলদাতা লাউতারো মার্তিনেজ। ৩ ম্যাচে ৪ গোল করেছেন তিনি।

• সব প্রতিযোগিতা মিলিয়ে ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ ৭ ম্যাচে হারেনি আর্জেন্টিনা। লা আলবিসেলেস্তাদের বিপক্ষে ইকুয়েডরের সর্বশেষ জয় ২০১৫ সালের ২-০ গোলের।

• গত ৯ জুন দুই দলের সর্বশেষ দেখায় ইকুয়েডরকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।

যেভাবে দেখবেন

• মার্কিন যুক্তরাষ্ট্র : ফক্স, ইউনিভিশন, ফক্স স্পোর্টস অ্যাপ

• যুক্তরাজ্য : প্রিমিয়ার স্পোর্টস ওয়ান

• বাংলাদেশ : টি স্পোর্টস, টি স্পোর্টস অ্যাপ

দুই দলের সম্ভাব্য একাদশ

ইকুয়েডরের বিপক্ষে নামার আগে বেশ চিন্তায় রয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শুরুর একাদশ নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে তাকে। চিলির বিপক্ষে পাওয়া ইনজুরিতে থেকে এখনো পুরোপুরি সুস্থ হননি মেসি।

এদিকে ইনজুরি থেকে সেরে উঠেছেন মার্কোস আকুনা। নিকোলাস ত্যাগলিয়াফিকোর বদলে এই লেফট ব্যাককে একাদশে দেখা যেতে পারে। স্ট্রাইকার নিয়েও ভাবতে হচ্ছে আর্জেন্টিনার কোচকে।

কোপায় ১২১ মিনিট মাঠে থেকে ৪ গোল করেছেন লাউতারো মার্তিনেজ। অন্যদিকে জুলিয়ান আলভারেজ কানাডার গোল পেলেও দ্বিতীয় ম্যাচে ছিলেন পাননি গোল। ইকুয়েডরের বিপক্ষে কাকে খেলাবেন, সেই নিয়ে বেশ ভাবনায় রয়েছেন তিনি।

আর্জেন্টিনা (৪-৩-৩) : এমিলিয়ানো; মোলিনা, রোমেরো, লিসান্দ্রো, ত্যাগলিয়াফিকো/আকুনা; ডি পল, এনজো, ম্যাক অ্যালিস্টার; ডি মারিয়া, মেসি, আলভারেজ।

ইকুয়েডর (৪-২-৩-১) : ডোমিঙ্গুয়েজ; প্রেসিয়াদো, টরেস, পাচো, হিঙ্কাপি; ফ্রাঙ্কো, কাইসেডো; ইয়েবোয়াহ, পেইজ, সারমিয়েন্তো; ভ্যালেন্সিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগ অবরোধে কোটাবিরোধীরা, মধুর ক্যান্টিনে ছাত্রলীগ 

খসে পড়ল ছাদের পলেস্তারা, আহত ৫ শিক্ষার্থী

তিস্তা প্রকল্পে ভারত-চীন একসঙ্গে কাজ করতে রাজি : ত্রাণ প্রতিমন্ত্রী

শ্রীলঙ্কার মতো ভুল যাতে না হয়, সতর্ক থাকতে হবে : কাদের

হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়েও অবরোধ

দুই বৈশ্বিক আসরের জন্য ভারতের অধিনায়ক ঘোষণা

শাবিপ্রবি শিক্ষার্থীদের সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

কোটাবিরোধী আন্দোলনে সায়েন্সল্যাবে আটকা শতাধিক গাড়ি

কুবি শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ

এবার ইডেন কলেজছাত্রীদের নীলক্ষেত মোড় অবরোধ 

১০

ম্যানেজার নেবে এসএমসি, বছরে বোনাস ৩টি

১১

ফ্রান্সের নির্বাচনে কট্টরপন্থিদের উত্থান, চিন্তিত সংখ্যালঘু ও দ্বৈত নাগরিকরা

১২

‘ডিববা প্র্যাকটিস’ বন্ধ করতে চান বিএসএমএমইউর উপাচার্য 

১৩

চবি শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’, চট্টগ্রাম নগরীতে যান চলাচল বন্ধ

১৪

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাবেক ওপেনারকে নিয়োগ দিল শ্রীলঙ্কা

১৫

রোগীকে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক ও ক্লিনিক মালিক কারাগারে

১৬

ডোবার পানিতে পড়ে ২ বোনের মৃত্যু

১৭

পাকিস্তান সামরিক বাহিনীতে অমুসলিম কর্মকর্তাদের বাজিমাত

১৮

ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কোটাবিরোধী আন্দোলন করছে : প্রধানমন্ত্রী

১৯

‘যে কোনো দেশ চাইলেই বাংলাদেশ ব্যাংকে টাকা রাখতে পারে’

২০
X