স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৩:২৩ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

উরুগুয়ের বিপক্ষে ম্যাচ কঠিন হবে, বললেন ব্রাজিলের কোচ

সংবাদ সম্মেলনে দরিভাল জুনিয়র। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে দরিভাল জুনিয়র। ছবি : সংগৃহীত

ডি-গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। বুধবার (৩ জুলাই) কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করায়, শেষ আটে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে সেলেসাওদের।

প্রত্যাশাপূরণ না হলেও বর্তমান পরিস্থিতি মেনে নিয়েছে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এটি একটি প্রক্রিয়া, যার অনেকগুলো ধাপ রয়েছে। এর কোনো ধাপ বাদ দিয়ে আপনি পরের ধাপে যেতে পারবেন না।’

দুই ড্র আর এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মূল্যায়নে তিনি বলেন, ‘এই প্রক্রিয়ার অংশ হিসেবে কোস্টারিকার মতো ম্যাচ সামনে আসবে, প্যারাগুয়ের মতো আনন্দের মুহূর্ত আসবে, আবার কলম্বিয়ার মতো মোটামুটি সময়ও পার করতে হবে। আমি আশা করবো দল মৌলিক বিষয়গুলোতে আরও শক্তিশালী হয়ে উঠবে। ম্যাচের ফলই আমাদের ভুল, সাফল্য এবং খুঁতগুলো ধরিয়ে দেবে।’

এ সময় দল নিয়ে তিনি আরও বলেন, ‘যে কোনো দলের জন্যই এটি খুব স্বাভাবিক বিষয়। আমরা চমৎকার প্রস্তুতি নিয়েছি। তবে একটি দল হিসেবে সব খুব খুঁটিনাটি বিষয় আওতায় আনার জন্য তা যথেষ্ট না। তাই যে কোনো সময় ভোগার সুযোগটুকুও রয়ে গেছে।’

ভিএআরে ভিনিসিয়ুস জুনিয়রের ফাউলের আবেদন নাকচ করেন রেফারি জেসুস ভালেনজুয়েলা। এ প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেন, ‘সেই (ভিনির ফাউল) মুহূর্তে ব্যবধান ২-০ হতে পারত। এরপরই আমরা গোল হজম করেছি। আমার মতে, এটাই পার্থক্য গড়ে দিয়েছে। স্টেডিয়ামে শুধু সে (রেফারি) এবং ভিএআর দলই টের পায়নি যে ওটা পেনাল্টি ছিল। এতে ব্রাজিলের ক্ষতি হয়েছে। আমাদের বাস্তববাদী হতে হবে। ঘটনাটা ঘটেছে, কেউ বানায়নি। স্কোরের পার্থক্য বাড়লে ম্যাচের গতিও অন্য রকম হতো।’

দারুণ ছন্দে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে উরুগুয়ে। গ্রুপ পর্বে দুই হলুদ কার্ড দেখা সে ম্যাচে পাওয়া যাবে না আক্রমণভাগের সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ নভেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৭ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ৩১ নাগরিকের বিবৃতি

ঢাকা কলেজে শিবিরের শীতবস্ত্র বিতরণ

উসকানিমূলক প্রতিবেদন না করতে অনুরোধ সিএ প্রেস উইং ফ্যাক্টসের 

আইনজীবী হত্যার বিচারের দাবিতে জাবিতে বিক্ষোভ 

চট্টগ্রামে আইনজীবী হত্যায় জড়িতদের শাস্তি দাবি ইসকনের

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ফারুকীর স্ট্যাটাস

১০

গণঅভ্যুত্থানে আহত এতিম হাসানকে পাঠানো হলো থাইল্যান্ডে

১১

ভারোত্তোলনে চ্যাম্পিয়ন সেনাবাহিনী

১২

চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার চান চরমোনাই পীর

১৩

চিন্ময় ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দাবি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের

১৪

যুব হকিতে বাংলাদেশের শুভসূচনা

১৫

পিছু হটতে বাধ্য হলো ইসরায়েল, এলো যুদ্ধ বিরতির ঘোষণা

১৬

ঢাকা কলেজে আগুন

১৭

টঙ্গীতে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১০

১৮

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় হেফাজতের বিবৃতি

১৯

সনাতনী জাগরণ জোটের কর্মসূচির সঙ্গে আমাদের সংশ্লিষ্টতা নেই : ইসকন বাংলাদেশ

২০
X