স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০১:৩৮ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টাইনরাই গ্রুপ সেরা

প্রথমবারের মতো কোপায় গ্রুপজয়ী সব কোচই আর্জেন্টাইন। ছবি : সংগৃহীত
প্রথমবারের মতো কোপায় গ্রুপজয়ী সব কোচই আর্জেন্টাইন। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে হতে থাকা চলমান কোপায় রীতিমতো জয়জয়কার চলছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার। চলমান কোপায় খেলা ১৬ দলের মধ্যে সবার আগে কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে শুধু আর্জেন্টিনা না কোপার অন্য দলগুলোতেও চলছে আর্জেন্টাইনদের রাজত্ব।

চলমান কোপায় কোচিং প্রতিভার অসাধারণ প্রদর্শনী দেখাচ্ছে আর্জেন্টাইন কোচরা। কোপা আমেরিকা ২০২৪-এ চারটি গ্রুপ বিজয়ীর প্রত্যেকটিরই প্রধান কোচ হিসেবে আর্জেন্টাইন ম্যানেজার রয়েছেন। এই অর্জন আর্জেন্টিনার ক্রীড়াক্ষেত্র থেকে নির্গত প্রতিভা ও কৌশলগত দক্ষতা যে লাতিন আমেরিকার অনান্য দেশের চেয়ে বেশি তা প্রমাণ করে এবং এটি দক্ষিণ আমেরিকার ফুটবলে একটি গুরুত্বপূর্ণ ছাপ ফেলা শুরু করছে।

২০২৪ কোপায় গ্রুপজয়ী আর্জেন্টাইন ম্যানেজাররা

১. লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)

- আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের নির্মাতা, লিওনেল স্কালোনি তার জাতীয় দলকে নতুন উচ্চতায় পৌঁছাতে সবসময় পরিচালিত করেছেন। তার নেতৃত্বে, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের গ্রুপের শীর্ষ স্থান দখল করেছে চিত্তাকর্ষক কিছু পারফরম্যান্সের মাধ্যমে।

২. ফার্নান্দো বাতিস্তা (ভেনিজুয়েলা)

ফার্নান্দো বাতিস্তা ভেনিজুয়েলার ফুটবলে নতুন প্রাণ সঞ্চার করেছেন, দলটিকে অপ্রত্যাশিত উচ্চতায় নিয়ে গেছেন তিনি। তার কৌশলগত অন্তর্দৃষ্টি ও প্রেরণাদায়ক ক্ষমতা ভেনিজুয়েলাকে গ্রুপ বিজয়ী হিসেবে উদ্ভাসিত করেছে, যা তার কোচিং ক্ষমতার প্রমাণ।

৩. মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে)

- কোচদের কোচ। তার উদ্ভাবনী কৌশল ও উচ্চচাপের স্টাইলের জন্য পরিচিত, মার্সেলো বিয়েলসা উরুগুয়ের খেলায় নতুন গতিশীলতা নিয়ে এসেছেন। তার অভিজ্ঞতা ও স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি উরুগুয়েকে তাদের গ্রুপে আধিপত্য বিস্তার করতে প্রভাবিত করেছে, যা ফুটবল জগতে তার দীর্ঘস্থায়ী প্রভাব প্রদর্শন করে।

৪.নেস্তোর লরেঞ্জো (কলম্বিয়া)

- নেস্তোর লরেঞ্জো সফলভাবে কলম্বিয়ার অভিযান পরিচালনা করেছেন, ব্রাজিলকে টপকে তাদের গ্রুপের শীর্ষে নিয়ে গেছেন। তার যুব ও অভিজ্ঞতার মিশ্রণ ও কৌশলগত নমনীয়তা কলম্বিয়ার সাফল্যের মূল চাবিকাঠি।

এই অনন্য পরিস্থিতি যেখানে সব গ্রুপ বিজয়ীর প্রধান কোচ আর্জেন্টাইন, এটি মেসি-ম্যারাডোনার দেশের সমৃদ্ধ ফুটবল সংস্কৃতি ও শীর্ষ স্তরের কোচিং প্রতিভার প্রাচুর্য প্রকাশ করে।

যেহেতু কোপা আমেরিকা নকআউট পর্যায়ে অগ্রসর হচ্ছে, এই আর্জেন্টাইন কোচরা দেশগুলোর বাঁচা-মরার ম্যাচগুলো পরিচালনার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবেন। তাদের অভিন্ন উত্তরাধিকার ও স্বতন্ত্র কোচিং দর্শনগুলো পরীক্ষিত হবে কারণ তারা মহাদেশীয় গৌরবের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

কোপা আমেরিকা ২০২৪-এ আর্জেন্টাইন কোচদের আধিপত্য টুর্নামেন্টের ইতিহাসে একটি অসাধারণ কাহিনী। এটি আর্জেন্টিনার ফুটবলের শক্তি ও প্রভাবকে প্রতিফলিত করে, শুধু বিশ্বমানের খেলোয়াড় তৈরি করতেই নয় বরং ব্যতিক্রমী ম্যানেজার তৈরি করছে তারা যারা বৃহত্তম মঞ্চে দলকে বিজয়ের দিকে নিয়ে যেতে সক্ষম।

কোপা আমেরিকা যখন শেষের দিকে এগিয়ে যাচ্ছে, এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ডরও শিরোনাম তৈরি করতে এবং দক্ষিণ আমেরিকান ফুটবলের ভবিষ্যৎকে আকার দিতে থাকবে সেসবের দিকেও নজর রাখুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ান বাংলাদেশের সন্মিলনে জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়

দাবাকে ভালোবেসে, দাবার কোর্টেই প্রাণ

নিষিদ্ধ ভয়ংকর অস্ত্র বানাচ্ছেন পুতিন, টার্গেট কে?

চিনিকলের আধুনিকায়নে সরকারের সঙ্গে যৌথ উদ্যোগ এস আলম গ্রুপের

আ.লীগ নেতা বাবুল হত্যা, বাঘার পৌর মেয়র ঢাকায় গ্রেপ্তার 

বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর

মহাকাশেও থামানো যাচ্ছে না ইরানকে

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমর্থনে বাকবিশিস’র মানববন্ধন 

ভুয়া পিএইচডি ডিগ্রি দাখিল শিক্ষামন্ত্রীর

পদ্মা সেতুর জন্য বাংলাদেশ বিশ্বে সম্মান পেয়েছে : প্রধানমন্ত্রী

১০

কুড়িগ্রামে বিদ্যুৎস্পর্শে দুই বোনসহ তিনজন নিহত

১১

বৈঠক ব্যর্থ, নতুন করে যে ঘোষণা দিল পল্লী বিদ্যুৎ সমিতির নেতারা

১২

বিমান থেকে পড়েও বেঁচে গেছেন যে ভাগ্যবান নারী

১৩

ছাত্রছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান প্রতিমন্ত্রী রিমির

১৪

সেন্টমার্টিন নিয়ে বিরূপ মন্তব্যকারীরা স্বাধীনতাবিরোধী : পর্যটনমন্ত্রী

১৫

লন্ডনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি ‘লতিকা’

১৬

টানা চতুর্থবার ব্রিটিশ এমপি হওয়ায় টিউলিপ সিদ্দিককে বিএমএর অভিনন্দন

১৭

১০০ মা পেলেন মাদার্স ডে পুরস্কার

১৮

আয়কর ফাঁকি দেওয়ায় বন্ধ দুই লাখ সিম

১৯

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মালয়েশিয়াকে স্পিকারের আহ্বান

২০
X