অলিম্পিকে খেলতে ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। তবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলকিপারকে ছাড়াই প্যারিস অলিম্পিকের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো।
অলিম্পিক দলে তিনজন মেজর (২৩ বছরের বেশি) ফুটবলার রাখার নিয়ম রয়েছে। সেই তালিকায় সুযোগ পেয়েছেন বিশ্বকাপজয়ী নিকোলাস ওতামেন্ডি এবং কোপা আমেরিকায় আর্জেন্টিনার জাতীয় দলের গোলকিপার জেরোনিমো রুলি।
এ ছাড়া ১৮ সদস্যের অলিম্পিক স্কোয়াডে আছেন বিশ্বকাপজয়ী আরেক তারকা জুলিয়ান আলভারেজকেও। লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে অলিম্পিক দলে চেয়েছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ।
The first Olympics squad- Argentina . Julian Alvarez and Otamendi the top ranked players here. pic.twitter.com/YmY0CnnQvK — Eric Njiru (@EricNjiiru) July 2, 2024
তবে পরপর দুটি বড় টুর্নামেন্টে খেলতে রাজি হয়নি মেসি। কোপা আমেরিকা ফাইনাল হওয়ার ১০ দিন পর ২৪ জুলাই থেকে শুরু হবে অলিম্পিকে পুরুষদের ফুটবল। ১৬ দলের এই টুর্নামেন্টে আর্জেন্টিনার গ্রুপে রয়েছে মরক্কো, ইরাক ও ইউক্রেন।
প্যারিসে অলিম্পিকে আর্জেন্টিনা স্কোয়াড
গোলকিপার : লিয়ান্দ্রো ব্রে, জেরোনিমো রুলি রক্ষণভাগ : মার্কো ডি সিজার, জুলিও সোলার, জোয়াকিন গার্সিয়া, গঞ্জালো লুজান, নিকোলাস ওতামেন্ডি, ব্রুনো অ্যামিওন মাঝমাঠ : এজেকিয়েল ফার্নান্দেজ, সান্তিয়াগো হেজে, ক্রিস্টিয়ান মদিনা, কেভিন জেনন আক্রমণ ভাগ : জুলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্ডৌ, থিয়াগো আলমাদা, ক্লদিও এচেভেরি, জুলিয়ান আলভারেজ, লুকাস বেল্ট্রান।
মন্তব্য করুন