দ্বিতীয়ার্ধে দলকে মাঠে দেরি করে নামানোয় নিষিদ্ধ হন চার দলের অর্জেন্টাইন কোচ। উরুগুয়ের মার্সেলো বিয়েলসার সঙ্গে এ তালিকায় আরও ছিলেন লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা), রিকার্ডো গারেকা (চিলি) এবং ফার্নান্দো বাতিস্তা (ভেনিজুয়েলা)। ফলে পরের ম্যাচে ডাগ আউটে দাঁড়াতে পারেনি তারা।
এবার এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলের সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়র। গ্রুপ পর্বে দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় ব্রাজিলের জার্সিতে কোয়ার্টার ফাইনালে খেলা হবে না রিয়াল মাদ্রিদ তারকার। যদিও শেষ আটের বাধা ব্রাজিল পার হতে না পারে তাহলে গ্রুপ পর্বের শেষ ভিনির কোপার অভিযান।
বাংলাদেশ সময় বুধবার (৩ জুলাই) ডি-গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে নামে ব্রাজিল ও কলম্বিয়া। এ ম্যাচের জয় সেলেসাওদের নিয়ে যাবে গ্রুপের শীর্ষে। জয় তো বটেই ড্রও কলম্বিয়ার প্রথম স্থান সুরক্ষিত রাখবে।
ম্যাচের ৭ মিনিটে ফাউল করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস জুনিয়র। কোপায় এটি তার দ্বিতীয় হলুদ কার্ড। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী পরের ম্যাচ খেলা হচ্ছে না রিয়াল মাদ্রিদ তারকার।
কোয়ার্টার ফাইনালে তার সার্ভিস পাবে না ব্রাজিল। কোপায় এখন পর্যন্ত ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা তিনি। প্যারাগুয়ের বিপক্ষে করেন জোড়া গোল। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ যেই হোক দারুণ ফর্মে থাকা ভিনিসিয়ুসকে মিস করবেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।
মন্তব্য করুন