কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা উরুগুয়েকে এড়াতে মরিয়া ব্রাজিল-কলম্বিয়া দুদল। জয়ী দল হবে গ্রুপ সেরা। এতে এড়ানো যাবে নুনেজ-সুয়ারেজদের। ফলে শুরুতে আক্রমণাত্মক ছিলেন দুদলের ফুটবলাররা।
শুরুতে সাভিনহোর পরিবর্তে একাদশে সুযোগ রাফিনিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে শেষ দিকে ড্যানিয়েল মুনিজের গোলে সমতায় ফেরে কলম্বিয়া।
ফলে ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (৩ জুলাই) সকালে ব্রাজিল-কলম্বিয়ার ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
ম্যাচের প্রথমার্ধে বল পজিশন ও গোলে শট নেওয়া, সবদিক থেকে ব্রাজিলের চেয়ে বেশি এগিয়ে কলম্বিয়া। ৫৫ শতাংশ বল নিজেদের দখলে রেখে সেলেসাওদের পোস্টে ৮টি শট নেয় কলম্বিয়া।
এর মধ্যে ৪টি ছিল গোলপোস্টে। দুটি নিশ্চিত গোল বাঁচান ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকার। অন্যদিকে ব্রাজিলের ৩ শটের দুটি ছিল পোস্টে।
ম্যাচের ১২ মিনিটে কলম্বিয়ার ডি-বক্সের কাছে ফাউলের শিকার হন জোয়াও গোমেজে। সেই ফ্রি-কিক থেকে বাঁ-পায়ের দুর্দান্ত শটে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনিয়া। আন্তর্জাতিক ফুটবলে এটি বার্সেলোনা তারকার সপ্তম গোল।
RAPHINHAAAAAA GOLAÇOOOO pic.twitter.com/3onRJoG1bg — Brasil Football (@BrasilEdition) July 3, 2024
ম্যাচের ১৯ মিনিটে গোল পেয়েছিল কলম্বিয়া। হামেস রদ্রিজেগের ফ্রি-কিক থেকে হেডে গোল করেছিলেন জোন কর্ডোবা। ভিএআরে পরীক্ষার পর অফসাইডে গোলটি বাতিল করেন রেফারি।
২৫ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে হাতাহাতি জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। রেফারি কড়াকড়িতে দ্রুত নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
প্রথমার্ধের যোগকরা সময়ে কর্ডোবার অ্যাসিস্ট থেক ডি-বক্সে বল পেয়ে ডানপায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে কলম্বিয়াকে সমতায় ফেনার মুনিজে।
মন্তব্য করুন