টানা দুই জয়ে এরই মধ্যে কোপা আমেরিকা কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। এবার লাতিন দলটির সামনে গ্রুপ সেরা হওয়ার লড়াই। প্রতিপক্ষ মহাদেশীয় আসরের ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
গত বছর ১৭ নভেম্বর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল সেলেসাওরা। কাজেই ব্রাজিলের জন্য এটি প্রতিশোধের মিশন। একই সঙ্গে কোপা আমেরিকার চলতি আসরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার লড়াইও।
প্রথম ম্যাচের কোস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করার পর সমালোচনা সইতে হয় পুরো দলকে। তবে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের জয়ে শেষ আটে ওঠার লড়াইয়ে বেশ ভালোভাবে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
The official lineup to face Colombia! pic.twitter.com/NwRrXskBtL — Brasil Football (@BrasilEdition) July 2, 2024
প্যারাগুয়ের বিপক্ষে শুরুর একাদশে দুটি পরিবর্তন এনেছিলেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। রাফিনিয়া ও আরানার পরিবর্তে সাভিনহো এবং ওয়েন্ডেলে খেলানো হয়।
তবে ক্যালিফোর্নিয়ার লেভিস স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (৩ জুলাই) কলম্বিয়ার বিপক্ষে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ব্রাজিল। ৪-২-৩-১ ফরমেশনে সাভিনহোর পরিবর্তে রাফিনিয়াকে ফেরানো হয়েছে মূল একাদশে।
ব্রাজিলের একাদশ
গোলকিপার : অ্যালিসন রক্ষণ ভাগ : দানিলো, মার্কুইনহোস, মিলিতাও, ওয়েল্ডেল, মাঝমাঠ : জোয়াও গোমেজ, ব্রুনো গুইমারেস, লুকাস প্যাকুয়েতা আক্রমণভাগ : রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো
মন্তব্য করুন