রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৪:১৩ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৪:২৩ এএম
অনলাইন সংস্করণ

কস্তার বীরত্বে লজ্জা থেকে মুক্তি রোনালদোর

একপাশে রোনালদোর কান্না, আরেকপাশে কস্তার বীরত্ব। ছবি : সংগৃহীত
একপাশে রোনালদোর কান্না, আরেকপাশে কস্তার বীরত্ব। ছবি : সংগৃহীত

বর্তমানে পৃথিবীতে পর্তুগালের গোলকিপার দিয়েগো কস্তাকে সবচেয়ে বেশি ভালবাসে কে? উত্তরটা হবে পর্তুগালের স্ট্রাইকার ও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। কারণ চলমান ইউরোর রাউন্ড অফ ১৬-এ পর্তূগালের এই গোলকিপারই যে রোনালদোকে বাঁচিয়েছে লজ্জার হাত থেকে। দিয়েগো কস্তা আজ না থাকলে রোনালদোকে যে দেশের হয়ে পেনাল্টি মিসের তকমা নিয়ে বিদায় নিতে হতো। তবে কস্তা সেটি হতে দেননি। স্লোভেনিয়ার বিপক্ষে এই গোলকিপারের দুর্দান্ত পারফরম্যান্সই যে সিআরসেভেনদের কোয়ার্টার ফাইনালে নিয়েছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২ জুন) ইউরোর রাউন্ড অব ১৬-এ স্লোভেনিয়াকে পেনাল্টি শুট আউটে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। টাইব্রেকে টানা তিনটি পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান পর্তুগীজ গোলকিপার কস্তা।

এবারের আসরে এখন পর্যন্ত গোলের দেখা না পাওয়া রোনালদো টুর্নামেন্টে তার প্রথম গোলের জন্য খুঁজছিলেন। তবে আজকের ম্যাচে তাকে একটি রোলারকোস্টার অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে । অতিরিক্ত সময়ে তার পেনাল্টি অ্যাটলেটিকো মাদ্রিদের গোলরক্ষক জান ওবলাক বাঁচানোর পর, রোনালদো দৃশ্যত মুষড়ে পড়েছিলেন। তবে, তিনি দ্রুত পুনরুদ্ধার করে শুটআউটে পর্তুগালের প্রথম পেনাল্টি স্কোর করেন এবং একটি স্মরণীয় সমাপ্তির জন্য মঞ্চ তৈরি করেন।

গোলরক্ষক দিয়েগো কস্তা পর্তুগালের জন্য নায়ক ছিলেন, স্লোভেনিয়ার তিনটি পেনাল্টির সবগুলোই তিনি ঠেকান। এরপর ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভা নিখুঁতভাবে শেষ কিকটি নেট করে জয় নিশ্চিত করেন, পর্তুগিজ খেলোয়াড় এবং ভক্তদের মধ্যে উল্লাসের ঝড় তোলে।

ম্যাচটি শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনায় পূর্ণ ছিল। নিয়মিত সময়ের শেষ মিনিটে রোনালদো একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন কিন্তু সোজা ওবলাকের দিকে শট করেন। অবিরাম চাপ এবং অসংখ্য ক্রস সত্ত্বেও, পর্তুগাল নিয়মিত সময়ের মধ্যে গোল করতে ব্যর্থ হয়েছিল।

প্রথমার্ধে জোয়াও পালিনহা পোস্টে আঘাত করেন, যা পর্তুগালের আধিপত্যকে হাইলাইট করে। তবে, স্লোভেনিয়া দৃঢ়তা এবং সহনশীলতার সাথে রক্ষা করেছিল। বেনজামিন সেসকো অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছিলেন কিন্তু কস্তা দ্বারা প্রতিহত হন, যা স্লোভেনিয়ার রাতের অপচয়ের সারমর্ম তুলে ধরে।

শেষ পর্যন্ত, পর্তুগালের অধ্যবসায়ের ফলাফল পায় যখন স্লোভেনিয়া শুটআউটে ভেঙে পড়ে। কস্তার বীরত্ব নিশ্চিত করে যে রোনালদোর ইউরো জয়ের স্বপ্ন এখনও জীবিত রয়েছে। এই জয়ের মাধ্যমে পর্তুগাল শুক্রবার হ্যামবার্গে ফ্রান্সের সাথে কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হবে।

রোনালদো, সব সময়ের মতো এই ম্যাচেও কেন্দ্রবিন্দুতে ছিলেন। তার অপ্রতিরোধ্য প্রচেষ্টা সত্ত্বেও তিনি ম্যাচের সময় নেটটি খুঁজে পাননি। তার হতাশা স্পষ্ট ছিল যখন তিনি মূল সুযোগগুলো মিস করেন, যার মধ্যে বাঁচানো পেনাল্টি তাকে অশ্রুসিক্ত করে তোলে। তবে, তার দ্রুত পুনরুদ্ধার এবং শুটআউটে সফল পেনাল্টি তার দৃঢ়তা প্রদর্শন করে।

স্লোভেনিয়া, যারা একটি বড় টুর্নামেন্টের নকআউট পর্বে প্রথমবারের মতো উপস্থিত হয়েছিল, সাহসী লড়াই করেছিল। তাদের ভক্তরা দুই ঘন্টা আগে পতাকা, ড্রাম এবং স্লোগান দিয়ে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি করেছিল। তারা ওবলাকের পেনাল্টি সেভকে ফ্লেয়ার দিয়ে উদযাপন করেছিল এবং তার পূর্ববর্তী সুযোগগুলো মিস হওয়ায় ব্যঙ্গ করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ম্যানসিটি ঘরের মাঠে টটেনহ্যামের কাছে বিধ্বস্ত

বিগত সরকার দেশের স্টেডিয়ামগুলোকে চরণভুমিতে পরিণত করেছে: বকুল

গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি ও নতুন প্রজন্মের প্রত্যাশাবিষয়ক সেমিনার 

আন্দোলনে সক্রিয় ছিলেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া মাহিন

বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলে নীল দলের নিরঙ্কুশ বিজয়

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানি, তদন্তের নির্দেশ ড. ইউনূসের

মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

২৪ চেতনায় সবাইকে জাগ্রত হতে হবে : শামীম

পাওনা টাকা নিয়ে ঝগড়া, ভাতিজাকে খুন করে গ্রেপ্তার চাচা

১০

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১১

মাছের প্রজননে সময় না দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে : মৎস্য উপদেষ্টা

১২

আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে ছুরিকাঘাতে যুবক খুন

১৩

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপসসহ ৩০ জনের নামে মামলা

১৪

কিছু মানুষের ব্রেইন সিটিস্ক্যান করে দেখার ইচ্ছা, কীভাবে এত ক্রিমিনাল হতে পারে?

১৫

কিশোরগঞ্জ-৫ আসনে তৃণমূলের আস্থা হুদাতে

১৬

১ হাজারে দৈনিক সুদ ১০০ টাকা!

১৭

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা

১৮

‘ড্রেসিংয়ে গেলে বলতেন আন্দোলনে গেছিলা ক্যান’

১৯

৩১ দফা বাস্তবায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : যুবদল সম্পাদক

২০
X