স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০১:৩৩ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

আত্মঘাতী গোলে ইউরো থেকে বিদায় বেলজিয়ামের

গোলের পর ফরাসি খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত
গোলের পর ফরাসি খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

চলমান ইউরোতে ফেভারিট দলগুলোর একটি হিসেবে যদিও বেলজিয়ামকে কেউ রাখেনি। ইউরোর গ্রুপ পর্বেও কষ্টে পার হতে হয়েছে তাদের যার ফলে রাউন্ড অব ১৬-এ তাদের সামনে পড়ে ফ্রান্স। ডুসেলডর্ফ অ্যারেনায় এই দুই ইউরোপিয়ান হেভিওয়েটের লড়াই অবশ্য নির্ধারণ করে দিয়েছে এক আত্মঘাতী গোল। আর তাতেই আরও এক আসর থেকে হতাশা নিয়েই বিদায় নিতে হয়েছে বেলজিয়ামের।

সোমবার (১ জুলাই) জ্যান ভারটনগেনের শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ফ্রান্স ইউরো ২০২৪ কোয়ার্টার-ফাইনালে প্রবেশ করে আর বেলজিয়ামকে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ম্যাচটি যা বেশিরভাগ সময়েই গুণমান এবং উত্তেজনার অভাব ছিল। প্রায় সময়ই মনে হচ্ছিল অতিরিক্ত সময়ের দিকে এগিয়ে যাচ্ছিল ম্যাচটি কিন্তু বদলি হিসেবে নামা র‌্যান্ডাল কোলো মুয়ানির শট ভারটনগেনের গায়ে লেগে জালে ঢুকলে মাত্র পাঁচ মিনিট বাকি থাকতে ১-০ গোলে ফ্রান্সের বিজয় নিশ্চিত হয়।

পুরো ম্যাচজুড়ে ফ্রান্স আধিপত্য বিস্তার করে এবং অনেকগুলো সুযোগ তৈরি করেছিল, কিন্তু জালের ঠিকানা খুঁজে পেতে ব্যর্থ হতে হচ্ছিল। এমনকি তাদের অধিনায়ক, কিলিয়ান এমবাপ্পে, যিনি সাধারণত নিখুঁত ফিনিশিং করেন, বেশ কয়েকটি সুযোগ মিস করেছেন। এমবাপ্পের হতাশা স্পষ্ট হয় যখন তিনি এমন শটগুলি বাইরে মারেন যা তিনি সাধারণত সহজেই পরিণত করেন।

বেলজিয়ামও যে একেবারে সুযোগ পেয়েছিল তা নয়। তারাও তাদের মুহূর্ত পেয়েছিল এবং ফ্রান্সের নির্ধারক গোলের আগে এগিয়েও যেতে পারত। ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনার মধ্য দিয়ে দ্রুত এগিয়ে গিয়ে শক্তিশালী শট নেন, কিন্তু ফরাসি গোলকিপার মাইক মাইগন একটি গুরুত্বপূর্ণ সেভ করে স্কোর সমান রাখেন।

এটি ছিল বেলজিয়ামের একমাত্র উল্লেখযোগ্য সুযোগ, কারণ ফরাসি ডিফেন্স শেষ মিনিটগুলিতে শক্ত ছিল এবং শেষ আটে তাদের স্থান নিশ্চিত করে, যেখানে তারা পর্তুগাল বা স্লোভেনিয়ার সাথে মুখোমুখি হবে।

এদিকে ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশঁম এই জয়ে স্বস্তি পেলেও সন্তুষ্ট নন। যোগ্য বিজয়ী হলেও, ২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা আবারও তাদের আধিপত্যকে গোলে রূপান্তর করতে সংগ্রাম করেছে। আন্তোইন গ্রিজম্যানের দূর থেকে শট, যা প্রথমার্ধে স্বাচ্ছন্দ্যে বাঁচানো হয়েছিল, ছিল ১৯টির মধ্যে একমাত্র দুটি অন টার্গেট শট।

এমবাপ্পে, বিশ্বের শীর্ষ ফরোয়ার্ডদের একজন, তার সুযোগগুলোর সদ্ব্যবহার করতে যার মধ্যে ছিল একটি দৃষ্টি কঁটু মিসও।

ফ্রান্সের ওপেন প্লে থেকে গোল করতে না পারা উদ্বেগজনক। তারা কোয়ার্টার-ফাইনালে অগ্রসর হওয়ার সাথে সাথে, তারা ফাইনালের আরও কাছাকাছি আসার এক ধাপ উদযাপন করবে কিন্তু তাদের ক্যাম্পেইন সফলভাবে চালিয়ে যাওয়ার জন্য তাদের ফিনিশিং সমস্যাগুলি সমাধান করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টার ফাইনালেই ক্রুসকে অবসরে পাঠাতে চায় স্পেন

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা মিথ্যা : বরকত উল্লাহ বুলু

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

অপুকে ছাগলের বাচ্চার সঙ্গে তুলনা করলেন বুবলী

উইম্বলডন ২০২৪ / দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ, ভন্দ্রোসোভার বিদায়

আওয়ামী লীগ নয়, জিয়া, খালেদা, এরশাদ দেশ বিক্রি করেছেন : প্রধানমন্ত্রী

ফল উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ : আব্দুস সালাম 

সমুদ্রসম্পদ আহরণে সব সম্ভাবনা কাজে লাগাতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

এমপি আনার হত্যা, যেভাবে পালিয়ে যান ফয়সাল

নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দুই কোরিয়ার

১০

যমুনার গর্ভে বিলীন ৫ শতাধিক বাড়িঘর

১১

প্রধানমন্ত্রীর বেইজিং সফরে উন্নয়ন ইস্যু প্রাধান্য পাবে : পররাষ্ট্রমন্ত্রী

১২

মুম্বাইয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রোহিতদের সংবর্ধনা

১৩

এমপি আনার হত্যা : এবার ফয়সালের দোষ স্বীকার

১৪

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী

১৫

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার পরিকল্পনা নেই : জনপ্রশাসনমন্ত্রী

১৬

দেশকে ভয়াবহ পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে সরকার : নিতাই রায়

১৭

সুনীল অর্থনীতিকে মূল অর্থনীতিতে কাজে লাগাতে হবে : প্রতিমন্ত্রী

১৮

আলমগীর হোসেনের ওপর হামলার প্রতিবাদে উদীচীর সমাবেশ

১৯

জামিন পেলেন ছাত্র মৈত্রীর সম্পাদক অদিতি

২০
X