কোপা আমেরিকায় বিভিন্ন দল নিয়ে কাজ করা আর্জেন্টিনার কোচরা একের পর এক শাস্তি পাচ্ছেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও চিলির রিকার্দো গারেকার পর এবার শাস্তি পেলেন ভেনেজুয়েলার ফের্নান্দো বাতিস্তা।
ইকুয়েডরের পর মেক্সিকোকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে ভেনেজুয়েলা। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে বিরতির পর মাঠে আসতে দেরি করেছে ভেনেজুয়েলা, যে কারণে শাস্তি পেয়েছেন বাতিস্তা।
জ্যামাইকার বিপক্ষে শেষ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না ৫৩ বছর বয়সী এ কোচ। সোমবার (১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচ মাঠের বাইরে থেকে দেখতে হবে এ কোচকে।
ম্যাচের আগে অফিসিয়াল প্রেস কনফারেন্সেও ছিলেন না এ কোচ। সেখানে এসেছিলেন সহকারী কোচ লিয়ান্দ্রো কুফরে। ফের্নান্দো বাতিস্তা সম্পর্কে প্রেস কনফারেন্সে তার সহকারী বলছিলেন, ‘ডাগআউটে থাকতে না পারায় তিনি ব্যথিত। তবে আমরা এ সিদ্ধান্তকে সম্মান করছি।’
আগেই নকআউট পর্ব নিশ্চিত করা ভেনেজুয়েলা শেষ ম্যাচে জ্যামাইকার বিপক্ষে হার এড়ালেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে। অন্য ম্যাচের সমীকরণ মিললে হারের পরও শীর্ষস্থানে থাকবে ভেনেজুয়েলা।
মন্তব্য করুন