স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০২:৪২ এএম
অনলাইন সংস্করণ

হারের দায় নিচ্ছেন ইতালি কোচ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বর্তমান চ্যাম্পিয়ন ইতালির দৌড় দ্বিতীয় রাউন্ডে থামিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল সুইজারল্যান্ড। শনিবার (২৯ জুন) রাতের ম্যাচে দুই অর্ধে দুটি গোল করেছে সুইসরা।

৩৭ মিনিটে রেমো ফ্রেউলারকে দিয়ে গোল করান রুবেন বার্গাস। মাঝ বিরতির পর প্রথম মিনিটে নিজেও দারুণ এক গোল করেন জার্মান ক্লাব অউগবুর্গের অ্যাটাকিং মিডফিল্ডার। সুবাদে ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন ২৫ বছর বয়সি সুইস ফুটবলার।

এদিকে হারের পর পুরো দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি, ‘আমাদের কোন পরিকল্পনাই কাজ করেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করাটা আমাদের ফেরার পথ বন্ধ করে দিয়েছে। প্রথমার্ধের তুলনায় বিরতির পর আমাদের খেলায় ছন্দ ছিল না। ম্যাচের বিভিন্ন অংশে আমরা উল্টো পথে হেঁটেছি। পুরো দায়টা আমি নিজের ওপরই নিচ্ছি।’

রবার্তো মানচিনি সৌদি প্রো লিগে পাড়ি জমানোর পর ২০২৩ সালের আগস্টে ইতালি দলের দায়িত্ব নেন লুসিয়ানো স্পালেত্তি। দায়িত্ব গ্রহণের পর এ কোচের অধীনে উত্থান-পতনের মধ্যে দিয়ে যাচ্ছে ইতালি। দলটি সর্বশেষ ১৪ খেলায় টানা দুইয়ের অধিক ম্যাচ জিততে পারেনি। তারপরও স্পালেত্তির ইতালিকে সমীহের চোখে দেখা হচ্ছিল একাধিক ফরমেশনে খেলার দক্ষতার কারণে।

কিন্তু সুইসদের বিপক্ষে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি। এ সম্পর্কে ৬৫ বছর বয়সি কোচ বলেছেন, ‘ছন্দের দিক থেকে আমরা প্রত্যাশার চেয়ে অনেক পেছনে ছিলাম। এমন ম্যাচে নিজেদের নৈপুণ্য বিশ্লেষণ করার কাজটা কঠিন হয়ে ওঠে। আমাদের আরও দক্ষতা ও শক্তি প্রয়োজন।’

নাপোলির সাবেক এ কোচ আরও বলেন, ‘আমাদের সামনে লম্বা পথ রয়েছে। সে পথ পাড়ি দিতে হলে আমাদের স্থির হতে হবে, ছন্দ ও সামর্থ্য দেখাতে হবে। আমাদের আরও ধারাবাহিকতা ও নিবেদন দেখাতে হবে।’

এদিকে ইতালি গোলরক্ষক ও অধিনায়ক জিয়ানলুইজি দোন্নারুমা নকআউট পর্ব থেকে বিদায় নেওয়ার কারণে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন, ‘সমর্থকদের কাছে বলতে চাই, আমরা দুঃখিত। গোটা ম্যাচেই আমাদের নৈপুণ্য ছিল রুগণ। এটা একেবারেই অগ্রহণযোগ্য। বাস্তবতা হচ্ছে, ম্যাচের প্রথমার্ধে আমাদের নৈপুণ্য ছিল হতাশ করার মত। আমরা এ হারটা মেনে নিচ্ছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে সেমিতে উঠার লড়াই আর্জেন্টিনার

খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

আজকে নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

কর কর্মকর্তা ফয়সাল এনবিআর থেকে ‌‘অবমুক্ত’

বৃষ্টি আর কতদিন, জানাল আবহাওয়া অফিস

রাসেল’স ভাইপার থেকে বাঁচতে গামবুট ও ছাতা পেলেন কৃষকরা

সকালের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের শঙ্কা

ইউরোতেই রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখছেন স্যার অ্যালেক্স

ইকুয়েডরের ম্যাচে আর্জেন্টিনার জন্য অপয়া রেফারি!

১০

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে বিএনপি 

১১

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন প্রকাশ

১২

রোনালদোকে হারাতে চান এমবাপ্পে

১৩

বেলিংহ্যামের বিষয়ে সিদ্ধান্ত নিল রিয়াল

১৪

জাতীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম হওয়ায় নিশাত তাছনিমকে সংবর্ধনা

১৫

অপরাধী থেকে ধর্মগুরু বনে যাওয়ার রোমহর্ষক কাহিনী

১৬

কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

১৭

ঢাকায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

১৮

মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবি

১৯

চলন্ত ট্রেন আটকে দিল আন্দোলরত শিক্ষার্থীরা

২০
X