বর্তমান চ্যাম্পিয়ন ইতালির দৌড় দ্বিতীয় রাউন্ডে থামিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল সুইজারল্যান্ড। শনিবার (২৯ জুন) রাতের ম্যাচে দুই অর্ধে দুটি গোল করেছে সুইসরা।
৩৭ মিনিটে রেমো ফ্রেউলারকে দিয়ে গোল করান রুবেন বার্গাস। মাঝ বিরতির পর প্রথম মিনিটে নিজেও দারুণ এক গোল করেন জার্মান ক্লাব অউগবুর্গের অ্যাটাকিং মিডফিল্ডার। সুবাদে ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন ২৫ বছর বয়সি সুইস ফুটবলার।
এদিকে হারের পর পুরো দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি, ‘আমাদের কোন পরিকল্পনাই কাজ করেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করাটা আমাদের ফেরার পথ বন্ধ করে দিয়েছে। প্রথমার্ধের তুলনায় বিরতির পর আমাদের খেলায় ছন্দ ছিল না। ম্যাচের বিভিন্ন অংশে আমরা উল্টো পথে হেঁটেছি। পুরো দায়টা আমি নিজের ওপরই নিচ্ছি।’
রবার্তো মানচিনি সৌদি প্রো লিগে পাড়ি জমানোর পর ২০২৩ সালের আগস্টে ইতালি দলের দায়িত্ব নেন লুসিয়ানো স্পালেত্তি। দায়িত্ব গ্রহণের পর এ কোচের অধীনে উত্থান-পতনের মধ্যে দিয়ে যাচ্ছে ইতালি। দলটি সর্বশেষ ১৪ খেলায় টানা দুইয়ের অধিক ম্যাচ জিততে পারেনি। তারপরও স্পালেত্তির ইতালিকে সমীহের চোখে দেখা হচ্ছিল একাধিক ফরমেশনে খেলার দক্ষতার কারণে।
কিন্তু সুইসদের বিপক্ষে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রত্যাশিত ছন্দে দেখা যায়নি। এ সম্পর্কে ৬৫ বছর বয়সি কোচ বলেছেন, ‘ছন্দের দিক থেকে আমরা প্রত্যাশার চেয়ে অনেক পেছনে ছিলাম। এমন ম্যাচে নিজেদের নৈপুণ্য বিশ্লেষণ করার কাজটা কঠিন হয়ে ওঠে। আমাদের আরও দক্ষতা ও শক্তি প্রয়োজন।’
নাপোলির সাবেক এ কোচ আরও বলেন, ‘আমাদের সামনে লম্বা পথ রয়েছে। সে পথ পাড়ি দিতে হলে আমাদের স্থির হতে হবে, ছন্দ ও সামর্থ্য দেখাতে হবে। আমাদের আরও ধারাবাহিকতা ও নিবেদন দেখাতে হবে।’
এদিকে ইতালি গোলরক্ষক ও অধিনায়ক জিয়ানলুইজি দোন্নারুমা নকআউট পর্ব থেকে বিদায় নেওয়ার কারণে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন, ‘সমর্থকদের কাছে বলতে চাই, আমরা দুঃখিত। গোটা ম্যাচেই আমাদের নৈপুণ্য ছিল রুগণ। এটা একেবারেই অগ্রহণযোগ্য। বাস্তবতা হচ্ছে, ম্যাচের প্রথমার্ধে আমাদের নৈপুণ্য ছিল হতাশ করার মত। আমরা এ হারটা মেনে নিচ্ছি।’
মন্তব্য করুন