নতুন কোচ নিয়োগে পর্তুগালের চমক!

জোসে মরিনহো।
জোসে মরিনহো।ছবি : সংগৃহীত

নতুন কোচ নিয়োগে চমক দিতে যাচ্চে পর্তুগাল। ক্লাব ফুটবলের সাড়া জাগানো কোচ জোসে মরিনহোকে বাড়তি সুবিধা দিতে যাচ্ছে পর্তুগিজ ফুটবল সংস্থা। গুঞ্জন রয়েছে জাতীয় দলের সঙ্গে ক্লাব ফুটবলেও কোচিং করাতে পারবেন, এমন প্রস্তাব দেওয়া হয়েছে স্ব-ঘোষিত স্পেশাল ওয়ানকে।  

কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। এতে শেষ হয়েছে পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে পর্তুগাল ফুটবল সংস্থার চুক্তির মেয়াদ। এরপরই নতুন কোচের সন্ধানে নেমেছে সংস্থাটি। ইতালির গণমাধ্যমের দাবি জাতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে এ এস রোমার কোচ জোসে মরিনহোর সঙ্গে কয়েক দফা কথা বলেছে পর্তুগিজ ফুটবল সংস্থা।

তবে বর্তমানে ক্লাবের কোচের দায়িত্ব ছেড়ে পূর্ণ মেয়াদে জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী নন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ। তবে ক্লাব ফুটবলের কোচিং করানো সুবিধা দেওয়ার শর্তে অল্প সময়ের জন্য জাতীয় দলের কোচ হতে রাজি হয়েছেন মরিনহো। এতেই রাজি পর্তুগিজ ফুটবল সংস্থা।

একই সঙ্গে ক্লাব এবং জাতীয় দলের কোচ হওয়ার নজির খুব একটা নেই। এর আগ মৌসুমের মাঝ পথে কেভিন কিগান ইংল্যান্ডের জাতীয় দলের পাশাপাশি ফুলহামের কোচ ছিলেন। অবশ্য মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় দলের দায়িত্ব নেন তিনি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com