বিসিবির হস্তক্ষেপে অবশেষে সমাধান

বিসিবির হস্তক্ষেপে অবশেষে সমাধান

শুক্রবার ম্যাচ, প্রতিপক্ষ রংপুর রাইডার্স। অথচ বৃহস্পতিবার ঢাকা ডমিনেটরসের ক্রিকেটাররা সিদ্ধান্ত নিয়েছিলেন খেলবেন না তারা। বিপিএলের নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই ৭৫ শতাংশ অর্থ বুঝে না পাওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা সিদ্ধান্তই নিয়ে রেখেছিলেন; পাওনা অর্থ বুঝে না পেলে মাঠে যাবেন না তারা। অবশ্য বিসিবির প্রতিনিধি দলের হস্তক্ষেপে শেষ পর্যন্ত হয়েছে সমাধান। মাঠে নেমেছে ঢাকাও।

দলীয় সূত্রে জানা গেছে, বিসিবির হস্তক্ষেপের পর বিদেশি ও দেশি ক্রিকেটারদের পাওনা আদায় করা হয়। দেশিদের ক্ষেত্রে দুভাগে ৫০ শতাংশ প্রদান করা হয়েছে। আর বিদেশিদের ৭৫ শতাংশ অর্থ বুঝিয়ে দেওয়া হয়। নগদ অর্থ বুঝে পেয়ে মাঠে নামতে রাজি হন ক্রিকেটাররা। এ ছাড়াও প্রতিশ্রুতি হিসেবে বলা হয়েছে, টুর্নামেন্ট শেষের ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ সম্পূর্ণ আদায় না করলে ফ্র্যাঞ্চাইজির জমা রাখা জামানত থেকেই সেটা দেওয়া হবে।

বিসিবির হস্তক্ষেপে অবশেষে সমাধান
‘সমালোচনা করলেও বিপিএল খেলা বাদ দেননি সাকিব’

সিলেট পর্ব শুরুর আগেও আর্থিক সমস্যার জন্য খেলতে চায়নি ঢাকার ক্রিকেটাররা। পরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসে ঘটনার সমাধান করেছিল বিসিবি। জানা গেছে, সেবার ২৫ শতাংশ পাওয়া পরিশোধ করা হয়েছিল। সিলেটে প্রথম ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে সেটা নিশ্চিত করেছিলেন অধিনায়ক নাসির হোসেন।

মিরপুরে বিপিএলের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মাঠে নেমেছে ঢাকা ডমিনেটরস। প্রতিপক্ষ রংপুর রাইডার্স। টস হেরে আগে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২.৪ ওভারে ৭৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে নাসিরের ঢাকা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com