কিউইদের শেষ বলে টেস্ট জয়ে ফাইনালে ভারত

শেষ বলে জয়ের পর কেইন উইলিয়ামসনকে ঘিরে নিল ওয়েগনারের উল্লাস।
শেষ বলে জয়ের পর কেইন উইলিয়ামসনকে ঘিরে নিল ওয়েগনারের উল্লাস।ছবি: সংগৃহীত

ক্রাইস্টচার্চে টেস্টে নাটকীয়তায় ভরা শেষ দিনে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। আর এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হলো ভারতের। আগামী ৭ জুনের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে রোহিত শর্মার দল।

শেষ বলে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ১ রান। আসিতা ফার্নান্দোর শর্ট বলে পুল করলেও ঠিকমতো ব্যাটে লাগাতে পারেননি কেন উইলিয়ামসন। এরপরও ১ রান পূর্ণ করেন দুই ব্যাটার।

এই জয়ে ৭৫ বছর পর শেষ বলে জয় দেখল টেস্ট ক্রিকেট। এর আগে ১৯৪৮ সালে ২০ ডিসেম্বরে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ বলে টেস্ট জিতেছিল ইংল্যান্ড। টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে শেষ বলে টেস্ট জয়ের দ্বিতীয় ঘটনা এটি।

শেষ বলে জয়ের পর কেইন উইলিয়ামসনকে ঘিরে নিল ওয়েগনারের উল্লাস।
দেড়শ বছরে নতুন ইতিহাস গড়ল আহমেদাবাদ টেস্ট

শেষ দিন বাধ সাধে বৃষ্টি। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকে যাচ্ছে ক্রাইস্টচার্চ টেস্ট। কিন্তু হিসাবটা বদলে দেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। ওয়ান ডে স্টাইলে রান তুলে জিতে নেয় ম্যাচটি।

এই জয়ে বড় ভূমিকা রাখেন কেন উইলিয়ামসন। ১২১ রানে অপরাজিত থাকেন সাবেক কিউই অধিনায়ক। এ ছাড়া কিউই ব্যাটার ড্যারিল মিচেল প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে করেন ৮১ রান।

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৫৫ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৩৭৩ রান। আর দ্বিতীয় ইনিংসে লঙ্কানরা করে ৩০২ রান। ৮ উইকেটে ২৮৫ রান তুলে জয় নিশ্চিত করে কিউইরা।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com