পাকিস্তানের সাবেক অধিনায়কের বাড়িতে চুরি

পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।
পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ।ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা চুরি করেছে চোরেরা। মোহাম্মদ হাফিজ ও তার স্ত্রীর বাড়িতে না থাকার সুযোগে চুরি করে চোরেরা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিয়ে ব্যস্ত মোহাম্মদ হাফিজ। আর ব্যক্তিগত কাজে ইসলামাবাদে ছিলেন তার স্ত্রী। রোববার ও সোমবার (৫-৬ মার্চ) মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে। আর মঙ্গলবার তা প্রকাশ্যে আসে। বুধবার মোহাম্মদ হাফিজের শ্বশুর থানায় অভিযোগ দায়ের করেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে এবং ১১৯ টি-টোয়েন্টি খেলেছেন মোহাম্মদ হাফিজ। টেস্টে ১০ সেঞ্চুরিসহ তার মোট রান ৩৬৫২। আর ওয়ানডেতে করেছেন ৬৬১৪ রান। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মোহাম্মদ হাফিজ। বর্তমানে পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন এই অলরাউন্ডার।

এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চুরির ঘটনা ঘটেছিল। ঘটনাটি প্রকাশ্যে আসার পর প্রায় ৫০ কোটি টাকা খরচ করে গাদ্দাফি স্টেডিয়ামের নিরাপত্তার ব্যবস্থা নতুন করে সাজায়। এর মধ্যে অর্ধেক অর্থ দিয়েছে স্থানীয় পঞ্জাব সরকার। তাদের দাবি ছিল, বাকি টাকা মেটাতে হবে পাকিস্তান সুপার লিগের আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। কিন্তু সেই দাবি মানতে নারাজ পিসিবি।

এ সম্পর্কিত খবর

No stories found.
logo
kalbela.com