
চলতি বছর মে মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আয়ারল্যান্ডের যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। তবে বৃষ্টির কথা বিবেচনা করে ভেন্যু পরিবর্তন করতে যাচ্ছে আইরিশরা। পরিবর্তিত ভেন্যু হিসেবে ইংল্যান্ডকে বেছে নিয়েছে আয়ারল্যান্ড।
এমন তথ্য প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ক্রিকইনফো। তাদের প্রতিবেদনে বলা হয়েছে মূলত বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচের সবগুলোই খেলতে এ সিদ্ধান্ত নিয়েছে আইরিশরা। তিন ম্যাচের সিরিজে সাকিবদের হোয়াইটওয়াশ করতে পারলে সুপার লিগের পয়েন্ট টেবিলে এগিয়ে যাবে তারা।
ফলে সুযোগ বাড়বে সরাসরি বিশ্বকাপে খেলার। মূলত দক্ষিণ আফ্রিকা পয়েন্ট হারানোয় এই সুযোগ এসেছে আইরিশদের সামনে। তাই যে কোনো উপায়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সবগুলো খেলতে চায় আয়ারল্যান্ড।
কিন্তু বর্ষা মৌসুম হওয়ায় আয়ারল্যান্ডের ডাবলিন অথবা বেলফাস্টে মে মাসে প্রচুর বৃষ্টি হয়। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে যে কোনো ম্যাচই পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাই ইংল্যান্ডকে বেছে নিয়েছে আইরিশরা। তবে ইংলিশদের কোন ভেন্যুতে হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ তা এখনো ঠিক করা হয়নি। তবে ক্রিকেইনফো বলছে সম্ভাব্য ভেন্যু হতে পারে এসেক্সের কেমসফোর্ড।