টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। পুরো আসরে ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। কিন্তু এদিনে তাকে দেখা যায় ভিন্ন রূপে।
মার্কো ইয়ারসেনের করা প্রথম ওভারে তিন বাউন্ডারি হাঁকান তিনি। এই ওভারে আসে ১৫ রান। দ্বিতীয় ওভারের শুরুতে কেশভ মহারাজকে রিভার্স সুইপে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারে রোহিত শর্মা।
চতুর্থ বলে সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক (৯)। সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে ক্লাসেনের হাতে ধরা পড়েন তিনি। সেই সুইপ করতে গিয়ে ওভারের শেষ বলে আউট হন ঋষভ পান্তও (০)। উইকেটের পেছনে তার ক্যাচ নেন কুইন্টন ডি কক।
দ্রুত ফিরে গেছেন সূর্যকুমার যাদবও (৩)। কাগিসো রাবাদার বলে ডিপ স্কয়ার লেগে ক্লাসেনের হাতে ধরা পড়েন ডানহাতি এই ব্যাটার। তবে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে চলেছেন কোহলি।
মন্তব্য করুন