সর্বশেষ ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাফল্যের মুখ দেখেছিল ভারত। এরপর পেরিয়ে গেছে এক দশক তবে আইসিসি ইভেন্টে আর সাফল্য পায়নি ভারত। অন্যদিকে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আরেক দল দক্ষিণ আফ্রিকা ফাইনাল খেলছেই প্রথমবারের মতো। অনেকদিন ধরে সাফল্যের দেখা না পাওয়া এই দুই দল শনিবার (২৯ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে।
বারবাডোজের কেনিংস্টন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এ ম্যাচে আম্পায়ারিং প্যানেলে থাকবেন রিচার্ড কেটেলবরো, যিনি ভারতের জন্য আনলাকি হিসেবে পরিচিত। তবে ভারতের জন্য সুখবর এবার তিনি অনফিল্ড নয়, টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন।
ভারতের জন্য কেটেলবরোর আনলাকি ইতিহাস আবার বেশ পুরোনো। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হারের ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন কেটেলবরো। ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৯৫ রানে হারেও তিনি অনফিল্ড আম্পায়ার ছিলেন। ২০১৬ সালে ভারতের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেমিফাইনালে হারের ম্যাচে তিনি অনফিল্ড আম্পায়ার ছিলেন। পরবর্তীতে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ সেমিফাইনাল ও ২০২৩ সালের ফাইনালেও ভারতের হারের ম্যাচে কেটেলবরো দায়িত্ব পালন করেন।
তবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ফাইনালের অনফিল্ড আম্পায়ার থাকছেন ক্রিস্টোফার গাফানি এবং রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার থাকছেন ভারতের সেই আনলিকি রিচার্ড কেটেলবরো। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন রডনি টাকার এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন রিচি রিচার্ডসন। ফাইনালটি অনুষ্ঠিত হবে বার্বাডোসের ব্রিজটাউনে কেনিংস্টন ওভালে, যেখানে ২০১০ সালের ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল। সেটিতে অবশ্য চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড।
ফাইনাল ম্যাচ অফিসিয়ালদের তালিকা:
রেফারি: রিচি রিচার্ডসন
অনফিল্ড আম্পায়ার: ক্রিস্টোফার গাফানি ও রিচার্ড ইলিংওয়ার্থ
টিভি আম্পায়ার: রিচার্ড কেটেলবরো
চতুর্থ আম্পায়ার: রডনি টাকার
মন্তব্য করুন