টি-টোয়েন্টি বিশ্বকাপ ভিশন শেষ করে শুক্রবার দেশে ফিরেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টের নববর্ষ এর ৭ ম্যাচ খেলে ৩টিতে জিতলেও হেরেছে চারটিতে।
যদিও এক আসরে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড এটি। পুরো বিশ্বকাপে ব্যাটারদের ধারাবাহিক বাজে পারফরম্যান্স করেন। আর আফগানিস্তানের বিপক্ষে সুযোগ থাকার পরও সেমিফাইনালের সমীকরণ মেলানোর চেষ্টা না করায় সমালোচনার মুখে পড়তে হয় দলকে।
বিশ্বকাপের পারফরমেন্স পর্যালোচনা এবং অন্যান্য আলোচনা করতে আগামী মাসের জরুরি বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দেশের ক্রিকেটে সর্বোচ্চ সংস্থার এক পরিচালক জানান আগামী ২ জুলাই হতে পারে জরুরি এই সভা।
এর আগে ৯ মার্চ হয়েছিল সব শেষ বিসিবির সভা। এবারের সবাই আলোচ্য সূচি পেয়ে বিশ্বকাপের পারফরম্যান্স ছাড়াও পূর্বাচলের শেখ ক্রিকেট স্টেডিয়াম নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে।
এছাড়া আগামী অক্টোবর- নভেম্বরে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। জরুরি ভোট সভায় এ বিষয়েও বিস্তারিত আলোচনা হবে।
মন্তব্য করুন