প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপটে ১১ ওভার ৫ বলে মাত্র ৫৬ রানে অলআউট হয়েছে আফগানিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সেমিফাইনালে এটি সর্বনিম্ন রানের রেকর্ড। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ডও ।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমির স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। দুর্দান্ত ফর্মে দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান দুজনের। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই জুটি টিকেছে মাত্র ৩ বল। মার্কো ইয়ারসেনের বলে স্লিপে গুরবাজের ক্যাচ লুখে নেন রিজা হেন্ডরিক্স। গুলবাদিন নাইবকে বোল্ড করেন ইয়ারসেন
পরে ইব্রাহিম ও মোহাম্মদ নবিকে ফিরিয়ে কাগিসো রাবাদার জোড়া উইকেট মেডেন। পাওয়ারপ্লের ৬ ওভারে মাত্র ২৮ রানে সাজঘরে ফেরেন টপ অর্ডারের পাঁচ আফগান ব্যাটার।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেন আফগানিস্তান। পেসারদের দাপটের পর তাবরিজ শামসির ঘূর্ণিতে দ্রুত অলআউট হয়ে যায় আফগানরা।
ইনিংসের সর্বোচ্চ ১৩ রান এসেছে অতিরিক্ত থেকে। একমাত্র আজমতউল্লাহ ওমরজাই (১০) পেয়েছে দুই অঙ্কের দেখা। ইয়ারসেন ও শামসি নেন ৩টি করে উইকেট। দুটি করে উইকেট নেন রাবাদা ও অনরিখ নর্কিয়া।
মন্তব্য করুন