প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলার হাতছানি দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের। প্রোটিয়াদের হারিয়ে রূপকথা লিখতে টস জিতে ব্যাটিংয়ে আফগানরা।
গ্রুপ পর্ব থেকে সুপার এইট সব ম্যাচ জিতে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে সেমির লড়াইয়ে আসতে বাঘা বাঘা প্রতিপক্ষকে পেছনে ফেলেছে আফগানিস্তান।
ফাইনালে ওঠার লড়াইয়ে উইনিং কম্বিনেশন ভাঙেনি দুই দল। বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ নিয়ে প্রথম সেমিফাইনাল খেলতে নেমেছে আফগানরা। প্রোটিয়া একাদশেও আসেনি কোনো পরিবর্তন।
দুই দলের একাদশ
আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, নুর আহমেদ, নাভিন উল হক ও ফজলহক ফারুকি।
দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক, রিজা হেন্ডরিক্স, এইডেন মার্করান, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, মার্কো ইয়ারসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নর্কিয়া ও তাবরাইজ শামসি।
মন্তব্য করুন